shono
Advertisement

Covid-19: করোনা কাঁটা, পুরভোটের আগে বাতিল জে পি নাড্ডার বঙ্গ সফর

দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তাঁর।
Posted: 03:38 PM Jan 05, 2022Updated: 04:28 PM Jan 05, 2022

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: করোনার জের। বাতিল জে পি নাড্ডার (J P Nadda) বঙ্গ সফর। চলতি মাসের ৯ এবং ১০ জানুয়ারি কলকাতায় আসার কথা ছিল তাঁর। পুরনির্বাচনের আগে নাড্ডার সফর বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ বিজেপি কর্মীরা। 

Advertisement

কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election 2021) বিপুল জয় পেয়েছে তৃণমূল। পর্যুদস্ত হয়েছে বিজেপি। তার ফলে গেরুয়া শিবিরের কর্মীদের মনোবল যে প্রায় তলানিতে ঢেকেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আগামী ২২ জানুয়ারি চার পুরনিগমে ভোট। তার আগে দলীয় কর্মীদের ভোকাল টনিক দিতেই মূলত কলকাতায় আসার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। অল্প সংখ্যক নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা ছিল তাঁর। তবে করোনা পরিস্থিতিতে নাড্ডার বড় কোনও জমায়েতের কর্মসূচি থাকবে না বলেই গত রবিবার জানিয়েছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

[আরও পড়ুন: মল ত্যাগ না করে এবার দান করুন! চাহিদা তুঙ্গে, কেন জানেন?]

তবে পুরভোটের আগে নাড্ডা আদৌ কলকাতায় (Kolkata) আসবেন কিনা, সে বিষয়টি যদিও করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে বলেই জানিয়েছেন দিলীপ ঘোষ । এখনও পর্যন্ত রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় জে পি নাড্ডার সফর বাতিলের সিদ্ধান্ত। উল্লেখ্য, আগামী ৯ এবং ১০ জানুয়ারি কলকাতা সফরে আসার কথা ছিল নাড্ডার।

উল্লেখ্য, বর্তমানে বঙ্গ বিজেপি (BJP) নেতাদের একাংশের ক্ষোভের পারদ চরমে উঠেছে। মতুয়াদের অবহেলার অভিযোগে পাঁচজন বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন। গত সোমবার সেই রেশ ধরে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন সাংসদ শান্তনু ঠাকুর। ইতিমধ্যেই ফোনে শান্তনু ঠাকুরের সঙ্গে কথাও বলেছেন নাড্ডা। দলে সেভাবে গুরুত্ব না পাওয়ার অভিযোগে হিরণ চট্টোপাধ্যায়ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। বঙ্গ সফরে আসার পরই ক্ষোভ প্রশমনে় নাড্ডা হয়তো বিশেষ উদ্যোগ নিতেন বলেই ভেবেছিল গেরুয়া শিবির।

[আরও পড়ুন: ছিঃ! মৃত্যুর পরও থামেনি ধর্ষণ! রাজস্থানের আদিবাসী কিশোরীর পরিণতিতে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement