ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: শ্যাম রাখি না কূল রাখি! এটাই এখন বাংলার বিজেপি (BJP) বিধায়কদের অবস্থা। বুধবার বঙ্গে অমিত শাহের সভা। আবার এদিনই বিধায়কদের বেতন বৃদ্ধির বিল নিয়ে বিধানসভায় আলোচনা রয়েছে। কোন কর্মসূচিতে যোগ দেবেন গেরুয়া শিবিরের বিধায়করা, তা নিয়েই এখন তাদের মাথাব্যথা।
বুধবারের নির্ধারিত কর্মসূচি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন বিজেপি বিধায়ক তথা বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। জানিয়েছেন, বুধবার তাঁদের দলীয় সভা রয়েছে। তাই তাঁদের দলের কোনও বিধায়ক অধিবেশনে যোগ দিতে পারবেন না। জবাবে পালটা চিঠি দিয়েছেন স্পিকার।
[আরও পড়ুন: Suvendu Adhikari: বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু]
কর্মসূচি পিছিয়ে দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়। তাঁর সাফ কথা, বিএ কমিটির বৈঠকে কর্মসূচির দিন নির্ধারণ হয়েছে। সে কথা আগেই বিজেপি বিধায়কদের জানানো হয়েছিল। সেই সময় কর্মসূচি বদলের কোনও প্রস্তাব দেননি কেউ। অথচ দলীয় কর্মসূচির দিন আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তার পরেও কেন কর্মসূচির দিনবদলের আর্জি জানানো হল না? ফলে শাহি সভা নাকি বিধায়কদের বেতন বৃদ্ধির বিল নিয়ে আলোচনা, কোথায় থাকবেন গেরুয়া শিবিরের বিধায়করা, তা নিয়ে নাজেহাল তাঁরা।