shono
Advertisement

অনলাইনে ‘এসকর্ট সার্ভিস’! ব্লক হচ্ছে ২৪০টি ওয়েবসাইট

ম্প্রতি এসকর্ট সার্ভিস দেয় এরকম ২৪০টি ওয়েবসাইটকে ব্লক করার নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক৷ The post অনলাইনে ‘এসকর্ট সার্ভিস’! ব্লক হচ্ছে ২৪০টি ওয়েবসাইট appeared first on Sangbad Pratidin.
Posted: 12:57 AM Jun 15, 2016Updated: 07:44 PM Jun 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল দুনিয়ায় রমরমা অনলাইন কেনাকাটার৷ এক ক্লিকে সারা পৃথিবীর ক্রেতাদের হাতের মুঠোয় পেতে ইন্টারনেটকেই আশ্রয় করেছেন ব্যবসায়ীরা৷ হরেক ব্যবসার মধ্যে আছে আদিম ব্যবসাটিও৷ ইন্টারনেটেই রমরমিয়ে চলছে দেহব্যবসা৷ আর তা বন্ধ করতেই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র৷ সম্প্রতি এসকর্ট সার্ভিস দেয় এরকম ২৪০টি ওয়েবসাইটকে ব্লক করার নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক৷

Advertisement

ইন্টারনেট পরিষেবা যেমন বদলে দিয়েছে মানুষের জীবনযাপন, তেমন তার কিছু খারাপ দিকও আছে৷ তার মধ্যেই অন্যতম হল এই অনলাইনে এসকর্ট সার্ভিসের রমরমা৷ এ আর গোপন কিছু নয়৷ লজ্জারও কিছু নেই৷ বরং অনেক খোলাখুলি ভাবে দেহব্যবসার স্বীকৃতি যেন মিলেছিল অনলাইনে৷ আর এ ব্যবসার ক্রেতারাও সমাজের তথাকথিত উচ্চবিত্ত মহলই৷ দেহব্যবসার এ ফিকির যে রীতিমতো শাখাপ্রশাখা ছড়িয়েছে তা সাইটের সংখ্যা দেখেই বোঝা যায়৷ বিভিন্ন বিজ্ঞাপনী পপ-আপের মাধ্যমেও প্রমোট করা হয় এসকর্ট সার্ভিসকে৷ এতদিন পর এবার তা রুখতে আসরে নামল কেন্দ্র৷ সরকারি তালিকা মতে অন্তত ২৪০টি সাইটকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে মোবাইল সার্ভিস প্রোভাইডরগুলিকে৷ ‘pinkysingh.com’, ‘jasmineescorts.com’-এরকম নামেই বিখ্যাত ছিল সাইটগুলি৷

তবে এই সিদ্ধান্ত কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ গতবছর সাইটে পর্ণোগ্রাফি বন্ধ করতে চেয়ে বিরূপ সমালোচনায় পড়েছিল কেন্দ্র৷ তবে এক্ষেত্রে তা হওয়ার সম্ভাবনা নেই৷ কিন্তু বিশেষজ্ঞদের মতে, সাইটের নামের কোনও একটি অক্ষর পালটে একই নাম ফেরত পাবে সাইটগুলি৷ কিংবা অন্য নাম দিয়েও একই জিনিস চালাতে পারবে৷ সুতরাং এই সিদ্ধান্তে এসকর্ট সার্ভিস আদৌ বন্ধ হবে কি না তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে৷ তবে এই পদক্ষেপে ধরনের সাইটের প্রকোপ যে কমবে এমনটা অনুমান করাই যায়৷

 

The post অনলাইনে ‘এসকর্ট সার্ভিস’! ব্লক হচ্ছে ২৪০টি ওয়েবসাইট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement