shono
Advertisement
Virat Kohli

ধাক্কার জন্য ফাঁসির সাজা হবে নাকি? বিরাটের পাশে দাঁড়িয়ে অজি মিডিয়াকে একহাত গাভাসকরের

বিরাটের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হলেও তাতে সন্তুষ্ট নন রিকি পন্টিংয়ের মতো প্রাক্তনরা।
Published By: Arpan DasPosted: 08:33 PM Dec 27, 2024Updated: 08:33 PM Dec 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন টেস্টে আলোচনার শিরোনামে বিরাট কোহলি। তরুণ অজি ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে সেদেশের মিডিয়ার চক্ষুশূল হয়েছেন কোহলি। আইসিসি জরিমানাও করেছে। কিন্তু তাতেও সন্তুষ্ট নন পন্টিংয়ের মতো প্রাক্তনরা। তাহলে কি ধাক্কা মারার জন্য ফাঁসি দিতে হবে? কোহলির পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন সুনীল গাভাসকর।

Advertisement

কনস্টাসের সঙ্গে ধাক্কার ঘটনায় ম্যাচ শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কিং কোহলিকে তলব করেন। মিনিট দশেক কথা হয় দুজনের। সূত্রের খবর, বিরাট নিজের অপরাধ শিকার করেছেন। পাইক্রফট শাস্তি হিসাবে বিরাটকে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছেন। তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হিসাবে কাটা হবে। তাতে আবার সন্তুষ্ট নন রিকি পন্টিং। তাঁর বক্তব্য, কোহলির জরিমানা যথেষ্ট কঠিন শাস্তি নয়।

এবার পালটা দিলেন সুনীল গাভাসকর। তিনি বলেন, "কেউ পকেটমারি করলে নিশ্চয়ই ফাঁসির সাজা হয় না। সব প্লেয়াররাই পেশাদার। হ্যাঁ, অনেকের মনে হতে পারে এই জরিমানা যথেষ্ট নয়। বিশেষ করে যে ঘটনা আমরা দেখেছি, তাতে অনেকের সেটাই ধারণা। কিন্তু আইসিসি থেকে এটাই সর্বোচ্চ জরিমানা নির্ধারিত হয়েছে। বিরাটকে কোনও সুবিধা দেওয়া হয়নি। যদি জরিমানা ১০ শতাংশ করা হত, তাহলে সেটা মানতাম। কিন্তু অস্ট্রেলিয়া মিডিয়া এমন ভাব করছে যেন এই অপরাধের জন্য কোহলির ফাঁসি হওয়া উচিত।"

উল্লেখ্য, বক্সিং ডে টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই কনস্টাস বিবাদে জড়ান তাঁর ‘প্রিয়’ ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে। অবশ্য তাঁর বিশেষ দোষ ছিল না। ওভার শেষে ক্রিজের এপার থেকে ওপারে যাচ্ছিলেন কোহলি। দুই অজি ব্যাটারও আসছিলেন নিজেদের মধ্যে কথা বলতে। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। যদিও আর এক ব্যাটার উসমান খোয়াজা এবং আম্পায়ারদের হস্তক্ষেপে বিষয়টি বেশিদূর এগোয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেলবোর্ন টেস্টে আলোচনার শিরোনামে বিরাট কোহলি। তরুণ অজি ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে সেদেশের মিডিয়ার চক্ষুশূল হয়েছেন কোহলি।
  • আইসিসি জরিমানাও করেছে। কিন্তু তাতেও সন্তুষ্ট নন পন্টিংয়ের মতো প্রাক্তনরা।
  • তাহলে কি ধাক্কা মারার জন্য ফাঁসি দিতে হবে? কোহলির পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন সুনীল গাভাসকর।
Advertisement