সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজভবন-নবান্নের সম্পর্কে টানাপোড়েনে এবার শেক্সপিয়রের সাহিত্যের মোড়ক। গতকালই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মন্তব্য়ে উঠে এসেছিল হ্যামলেটের কথা। বলেছিলেন, “রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দিলে হ্যামলেটের মতো বসে থাকব না।” এবার রাজ্যপালের সঙ্গে শেক্সপিয়রের আরও দুই চরিত্র ম্যাকবেথ ও জুলিয়াস সিজারের তুলনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
সোমবার জোড়াসাঁকোয় রবীন্দ্রভারতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছিলেন, “রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দিলে হ্যামলেনেটর বসে থাকব না। হ্যামলেটের মতো টু বি অর নট টু বি সংশয় নিয়ে বসে থাকব না।” তাঁর মন্তব্যের পালটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যপালকে পালটা দিলেন ব্রাত্য বসু। রাজ্যের শিক্ষামন্ত্রীর কথায়, “হ্যামলেট নয়, রাজ্যপালকে বরং ম্যাকবেথ বা জুলিয়াস সিজারের মতো লাগছে।” গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের লাগাতার তলব ও বিশ্ববিদ্যালয়ের জমা খরচের হিসেব চাওয়ায় রাজ্যপালকে একহাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: গ্রেপ্তার ইমরান খান, রণক্ষেত্রের চেহারা নিল ইসলামাবাদ হাই কোর্ট]
উল্লেখ্য, ধনকড় পরবর্তী জমানায় রাজভবন-নবান্নের মধ্যে সুসম্পর্ক তৈরি হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার নিরিখে সেই ছবিটা বদলে গিয়েছে।