shono
Advertisement

সাধারণতন্ত্র দিবসে হামলার ‘ষড়ভুজ’ ছক জঙ্গিদের! পাক সীমান্তে বিশেষ অপারেশন চালাচ্ছে BSF

নাশকতা হতে পারে রামমন্দির উদ্বোধনেও! দেশজুড়ে উৎসবের আবহে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়তে পারে বলেই অনুমান গোয়েন্দাদের। তাই ১৫ দিনের জন্য বিশেষ অপারেশন চালাচ্ছে বিএসএফ।
Posted: 10:29 AM Jan 16, 2024Updated: 10:45 AM Jan 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬ জানুয়ারি ছয়রকমভাবে নাশকতা চালানোর ছক করছে পাকিস্তান! গোয়েন্দা সূত্রে এই রিপোর্ট পেয়েই পাক সীমান্তে বিশেষ সতর্কতা জারি করল বিএসএফ। সাধারণতন্ত্র দিবস (Republic Day) ও রামমন্দির উদ্বোধন (Ram Mandir Inauguration)-আগামী কয়েকদিনে দুটি অনুষ্ঠানে জঙ্গি হামলার ছক কষতে পারে সন্ত্রাসবাদীরা। সেই জন্য সতর্ক থাকতেই বিশেষ অপারেশন শুরু করেছে বিএসএফ। চার রাজ্যের পাক সীমান্তে শুরু হয়েছে ‘অপারেশন সার্দ হাওয়া’।

Advertisement

[আরও পড়ুন: নিরাপত্তায় মুড়েছে অযোধ‌্যা, রামমন্দির উদ্বোধনের জন্য প্রস্তুত যোগী রাজ্য]

সূত্রের খবর, ২৬ জানুয়ারির অনুষ্ঠানে হামলার ছক কষছে পাক জঙ্গিরা। পাকিস্তান রেঞ্জার্স ও আইএসআইইয়ের মদতে ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অত্যাধুনিক চিনা অস্ত্র। এমনকি খলিস্তানিদের সঙ্গেও যোগাযোগ করে যৌথভাবে চলছে নাশকতার ছক। গোয়েন্দাদের এই রিপোর্ট পেয়েই তৎপর হয়েছে বিএসএফ (BSF)। পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও কাশ্মীর-চার রাজ্যের পাক সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

সেনা সূত্রে খবর, ১৫ দিনের জন্য পাক সীমান্তে বাড়তি সতর্ক থাকবে বিএসএফ। সমস্তরকম নাশকতার ছক বানচাল করতেই শুরু হয়েছে এই বিশেষ অপারেশন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ২৬ জানুয়ারি গুজরাট থেকে বিপুল পরিমাণে জঙ্গি অনুপ্রবেশ হতে পারে। সেই জন্য় ইতিমধ্যেই গুজরাট সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। উল্লেখ্য, প্রতি বছরই সাধারণতন্ত্র দিবসের আগে ১০ দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয় বিএসএফে। এবার রামমন্দিরের উদ্বোধনের কথা মাথায় রেখেই ১৫ দিনের জন্য বাড়তি সতর্কতা জারি হয়েছে।

[আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র হামলা, ইরাকে মোসাদের সদর দপ্তর উড়িয়ে দিল ইরান!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement