সঞ্জিত ঘোষ, নদিয়া: চতুর্থ দফায় নদিয়ার দুটি লোকসভা ভোট চলছে। তার আগেই সীমান্তে কড়া নজরদারি রেখেছিল বিএসএফ। ভোটের দিনই পাচারের ছক বানচাল করল সীমান্ত রক্ষী বাহিনী। বড়সড় সাফল্য পেল ভারত-বাংলাদেশ সীমান্তের বিএসএফ।
বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে সোনার বিস্কুট পাচার রুখল তাঁরা। বিএসএফ (BSF) সূত্রে জানা গিয়েছে, অভিযান চালিয়ে ২৬টি সোনার বিস্কুট উদ্ধার করেছে জওয়ানরা। যার ওজন ৩ কেজিরও বেশি। আনুমানিক বাজার মূল্য ২কোটি।
[আরও পড়ুন: ‘জয়ের ব্যবধান কমতে পারে’, ভোটের দিন আশঙ্কা প্রকাশ শত্রুঘ্নর স্ত্রী পুনম সিনহার]
সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ (South Bengal) ফ্রন্টিয়ারের অধীন নদিয়ার সীমান্ত চৌকি হালদার পাড়ার ৩২ ব্যাটালিয়নের কাছে খবর আসে সীমান্ত দিয়ে সোনার বিস্কুট পাচার করা হবে। গোপন সূত্রের খবর পেয়ে সীমান্ত লাগোয়া কলা বাগান ও বাঁশ বাগানে অভিযান চালান জওয়ানরা। তখনই সীমান্তের কাঁটাতার টপকে চার সন্দেহভাজন ব্যক্তিকে এগিয়ে আসতে দেখেন তাঁরা। অভিযুক্তরা কাঁটাতারের খুব কাছে চলে এলে জওয়ানেরা তাদের ধরার চেষ্টা করেন। আক্রমণ করেন পাচারকারীরও। পালটা গুলি চালায় জওয়ানরাও। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা।
বিএসএফ (BSF) ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৬টি সোনার বিস্কুট উদ্ধার করে। সেগুলি পরবর্তীতে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেন, "চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনা তার বড় প্রমাণ।"