shono
Advertisement
CBI

১১ বছর পর, সুপ্রিম কোর্টে ফের 'খাঁচাবন্দি তোতাপাখি' কটাক্ষ শুনতে হল সিবিআইকে

সুপ্রিম কোর্ট স্পষ্ট বলল, আমজনতার মনে ধারণা তৈরি হয়েছে সিবিআই ‘খাঁচাবন্দি তোতা’। সেই ধারণা বদলে 'মুক্ত' হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা উচিত সিবিআইয়ের।
Published By: Subhajit MandalPosted: 01:04 PM Sep 13, 2024Updated: 05:26 PM Sep 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৩ সাল। কয়লা কেলেঙ্কারি মামলায় প্রথমবার সিবিআইকে 'খাঁচাবন্দি তোতাপাখি' বলে কটাক্ষ করেছিল সুপ্রিম কোর্ট। সেটা ছিল কংগ্রেস জমানা। ১১ বছর কেটেছে। কেন্দ্রের শাসকদল বদলেছে। কিন্তু নিজেদের ওই 'তোতাপাখি' তকমাটা এখনও সরাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরনো সেই 'তকমা' আবারও মনে করাল শীর্ষ আদালত। সেই সঙ্গে দেশের 'সেরা' তদন্তকারী সংস্থার এই তকমা ঘোচানোর জন্য সচেষ্ট হওয়া উচিত বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

Advertisement

শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলার রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলল, "সিবিআই স্বচ্ছ তদন্ত করছে না। আমজনতার মনে ধারণা তৈরি হয়েছে সিবিআই ‘খাঁচাবন্দি তোতা’। সেই ধারণা বদলে 'মুক্ত' হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা উচিত সিবিআইয়ের। শীর্ষ আদালতের বক্তব্য, "সিবিআই দেশের সেরা তদন্তকারী সংস্থা। সিবিআইকে শুধু নিরপেক্ষ হতে হবে তাই নয়, সেটা বোঝাতেও হবে। কেজরিওয়ালের গ্রেপ্তারি যে অনৈতিকভাবে হয়নি, সেটা বোঝানোর সব চেষ্টা করা উচিত। আইনের শাসনে ধারণা ভীষণ গুরুত্বপূর্ণ।"

[আরও পড়ুন: কাশ্মীরের থেকে উন্নয়নে পিছিয়ে, জম্মুর ক্ষোভই কাঁটা পদ্মশিবিরের]

সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া স্পষ্ট বলছেন, "খুব বেশি সময় আগের কথা নয়। এই আদালতই সিবিআইকে 'খাঁচাবন্দি তোতাপাখির' সঙ্গে তুলনা করেছিল। সিবিআইয়ের উচিত সেই খাঁচাবন্দি তোতাপাখির এই ধারণা বদলানোর সবরকম চেষ্টা করা। সিবিআই মুক্ত বিহঙ্গ, এই ধারণা প্রতিষ্ঠিত উচিত।"

[আরও পড়ুন: ‘ইফতার আর কারও বাড়ির গণেশ পুজো এক নয়’, মোদি-চন্দ্রচূড় বিতর্কে নয়া তির কংগ্রেসের]

প্রসঙ্গত, বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিজেদের তোতাপাখির মতো করে ব্যবহার করে কেন্দ্র সরকার।উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধীদের ফাঁসানো কিংবা সরকার পক্ষের নেতাদের বিরুদ্ধে মামলায় তদন্তে মন্থরতার মতো অভিযোগও নতুন কিছু নয়। এই পরিস্থিতিতে খোদ সুপ্রিম কোর্টের এই মন্তব্য বিরোধীদের ক্ষোভে ঘৃতাহুতি দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজেদের ওই 'তোতাপাখি' তকমাটা এখনও সরাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  • পুরনো সেই 'তকমা' আবারও মনে করাল শীর্ষ আদালত।
  • সেই সঙ্গে দেশের 'সেরা' তদন্তকারী সংস্থার এই তকমা ঘোচানোর জন্য সচেষ্ট হওয়া উচিত বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট।
Advertisement