shono
Advertisement

চাকরির নামে ‘প্রতারণা’, পূর্ব মেদিনীপুরের শিক্ষকের বিরুদ্ধে CBI অনুসন্ধানের নির্দেশ হাই কোর্টের

আগামী ৩ সপ্তাহের মধ্যে প্রাথমিক অনুসন্ধানের রিপোর্ট দিতে হবে সিবিআইকে।
Posted: 04:50 PM Apr 10, 2023Updated: 04:50 PM Apr 10, 2023

গোবিন্দ রায়: নিয়োগ দুর্নীতির অভিযোগ। এবার পূর্ব মেদিনীপুরের শিক্ষকের বিরুদ্ধে সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ কলকাতা হাই কোর্টের। সোমবার এই নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী ৩ সপ্তাহের মধ্যে প্রাথমিক অনুসন্ধানের রিপোর্ট দিতে হবে সিবিআইকে।

Advertisement

অভিযোগ, ২০১৮ সাল থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক শিক্ষক-সহ একাধিক দপ্তরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৫ কোটি টাকা প্রতারণা করেছেন দীপক। টাকা দেওয়ার পরেও চাকরি পাননি অনেকেই। তাঁরাই ওই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্টেও।

[আরও পড়ুন: ‘ভিড়ের মধ্যে শরীর ছুঁয়েছিল!’ তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি শাহ]

সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হয়। দীপক জানার বিরুদ্ধে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি। বিচারপতি বলেন, “তদন্ত স্বচ্ছতার সঙ্গে হচ্ছে জনগণের কাছে এটা পরিষ্কার থাকা দরকার। নিয়োগ দুর্নীতিতে রোজ নতুন নতুন তথ্য সিবিআইয়ের কাছে আসছে। আর্থিক লেনদেনের হদিশ পাওয়া যাচ্ছে।” কী কারণে এই মামলায় অনুসন্ধানের নির্দেশ সিবিআইকে দেওয়া হল, সে কারণও ব্যাখ্যা করেন বিচারপতি। তিনি বলেন, “যেহেতু নিয়োগ দুর্নীতির অন্য মামলায় সিবিআই তদন্ত করছে, তাই এই মামলাও খতিয়ে দেখার নির্দেশ আদালতের। কিন্তু তার মানে এই নয় যে, সব অভিযোগের তদন্তভার সিবিআইকে দিতে হবে।” ১ মে মামলার পরবর্তী শুনানি।

[আরও পড়ুন: ম্যাচের আগে রিঙ্কুকে কী বলেছিলেন যশ? ফাঁস দুই তারকার চ্যাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement