shono
Advertisement

Breaking News

অবিলম্বে খুলতে হবে হস্টেল, বিশ্বভারতী মামলায় নির্দেশ কলকাতা হাই কোর্টের

হস্টেল খোলা নিয়ে বেশ কয়েকদিন ধরে অশান্তি চলছিল বিশ্বভারতীতে।
Posted: 04:12 PM Mar 08, 2022Updated: 04:12 PM Mar 08, 2022

ভাস্কর মুখোপাধ্যায় ও শুভঙ্কর বসু: হস্টেল খোলা নিয়ে মামলায় জয় পেল বিশ্বভারতীর (Visva-Bharati University) পড়ুয়ারা। অবিলম্বে পড়ুয়াদের জন্য হস্টেল খুদে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পুরো বিষয়টিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সাহায্য করতে হবে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। এমনটাই জানিয়েছেন ছাত্রছাত্রী এবং তৃণমূল ছাত্রপরিষদের পক্ষের আইনজীবী সঞ্জীব দাঁ। ইতিমধ্যেই হস্টেল খুলে দেওয়া হয়েছে বলে খবর।

Advertisement

করোনা পরিস্থিতির পর বিশ্বভারতী খুললেও ছাত্রাবাসগুলি খোলেনি৷ দূর-দূরান্ত থেকে এসে বহু পড়ুয়া ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে এই বিশ্বভারতীতে৷ তাই ছাত্রাবাস খোলার দাবিতে কয়েক দিন ধরেই দফায় দফায় আন্দোলন চলছিল৷ ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে একই দাবিতে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী। আন্দোলনকারী পড়ুয়ারা বিশ্বভারতীর সঙ্গীতভবন, কলাভবন, পাঠভবন, শিক্ষাভবন-সহ একাধিক বিভাগের পঠন-পাঠন বন্ধ করে দেয়। বিভাগের গেটে তালা গিয়ে চলে বিক্ষোভ। পরে কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসচিবের দপ্তরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। সেই সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পড়ুয়াদের।

[আরও পড়ুন: ‘পকেটের নয় জনতার লোক হন’, ৩ দফায় জনসংযোগের কর্মসূচি বেঁধে দিলেন মমতা]

ফাইল ছবি।

সেই ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাই কোর্টে। সেই মামলায় মঙ্গলবার বিশ্বভারতীকে ভর্ৎসনা করেন বিচারপতি রাজশেখর মান্থা। তিনি প্রশ্ন তোলেন, এতদিন ধরে অশান্তি চলছে বিশ্বভারতীতে, কেন কোনও পদক্ষেপ করছে না কর্তৃপক্ষ? পাশাপাশি অবিলম্বে ১৫ টি হস্টেলের তালা ভাঙার নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি বিশ্বভারতীতে কোনও অশান্তি হলে এবার পুলিশকে সরাসরি সমস্যা সমাধানে পদক্ষেপ করার কথা বলা হয়েছে। তবে সেই ঘটনার ভিডিও করতে হবে। এই নির্দেশের মাধ্যমে কলকাতা হাই কোর্ট শক্ত করল পুলিশের হাত। উল্লেখ্য, নির্দেশ মেনে এদিন শুনানিতে ভারচুয়ালি হাজির হন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি। হাই কোর্টের নির্দেশে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়ারা। 

[আরও পড়ুন: ‘মেয়েরাই বিধানসভা ও গণতন্ত্রের সম্মান রক্ষা করেছে’, তৃণমূলের মহিলা ব্রিগেডের প্রশংসায় মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement