গোবিন্দ রায়: নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার। তাঁর বিরুদ্ধে হাই কোর্টে দায়ের হয়েছে মামলা। তবে তারপরেও গ্রেপ্তার তো দূর অস্ত, কেন জিজ্ঞাসাবাদ করা হল না বিধায়ককে? এমন তথ্যের খোঁজে রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী ১০ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার অভিযোগে তাপস সাহার বিরুদ্ধে ওঠা নিয়োগ দুর্নীতির অভিযোগের মামলার শুনানি হয়। বিচারপতি রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ দেন। মান্থার নির্দেশ অনুযায়ী, কেন গ্রেফতার করা হয়নি তাপস সাহাকে? কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি বিধায়ককে? হলফনামা দিয়ে জানাবে রাজ্য। একইসঙ্গে, মামলার কেস ডায়েরিও তলব করা হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, এই সময়ের মধ্যে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা।
[আরও পড়ুন: মমতার ধরনামঞ্চে তৃণমূলে যোগ তরুণ কুমারের নাতি সৌরভের]
মামলাকারীর দাবি, এই ঘটনায় তাপস সাহা-সহ চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও, মূল অভিযুক্ত তাপস সাহাকে গ্রেপ্তার করেনি পুলিশ। নির্দিষ্ট সময়ে চার্জশিট না দেওয়ায় নিম্ন আদালত থেকে জামিন পেয়ে যান ধৃত তিন ব্যক্তি। বিচারপতির মন্তব্য, “তাপস সাহাকে গ্রেপ্তারির বিষয় বাদ দিলে এখনও পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে আদালতের কোন প্রশ্ন নেই। নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই, এখানেও অভিযোগ একই। তাই আদালত ভাবছে, একই বিষয়ে দুটি তদন্তকারী সংস্থা তদন্ত করলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে না তো?” আগামী ১০ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।