সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি মাধ্যমিক উত্তীর্ণ? সাইকেল চালানোয় পারদর্শী? চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। চাকরি পেতে পারেন ভারতীয় ডাকবিভাগে (India Post), গ্রামীণ ডাক সেবক পদে। কীভাবে আবেদন করবেন? কবে আবেদনের শেষ তারিখ? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ
গ্রামীণ ডাক সেবক – ১১৩৭
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। অঙ্ক, স্থানীয় ভাষা ও ইংরাজিতে পাশ মার্ক থাকতেই হবে। সাইকেল চালাতে জানা আবশ্যক। মোটরবাইক চালানো জানা থাকলেও আবেদন করতে পারেন। তবে তা সাইকেলে দক্ষতা হিসেবেই গণ্য করা হবে।
[আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি, আবেদনের শেষ তারিখ কবে?]
বয়স – ৮ মার্চ ২০২১-এ আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। (নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন তফসিলি জাতি, উপজাতির আবেদনকারীরা।)
আবেদন শুরুর তারিখ – ০৮-০৩-২০২১
আবেদনের শেষ তারিখ- ০৭-০৪-২০২১
আবেদনের পদ্ধতি – https://indiapostgdsonline.in এই লিংকের মাধ্যমে ৮ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে আবেদন করা যাবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর একটি রেজিস্ট্রশন স্লিপ পাবেন আবেদনকারীরা। সেটি পরবর্তীতে কাজে লাগবে। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে উপরিউক্ত লিংকে। (অফলাইনে কোনও নথি পাঠানোর প্রয়োজন নেই। পরবর্তী সময়ে তা করা হবে।) তাহলে আর দেরি কেন? চটপট আবেদন করে ফেলুন আপনিও।