shono
Advertisement

WB Post Office Recruitment: মাধ্যমিক পাশেই মিলতে পারে ডাকবিভাগে চাকরি, জেনে নিন শর্ত

সুযোগ হাতছাড়া করবেন না।
Posted: 05:23 PM Jul 21, 2021Updated: 05:23 PM Jul 21, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি মাধ্যমিক পাশ? মাস্টার্স ডিগ্রিধারী, স্নাতকদের ভিড়ে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হীনমন্যতায় ভোগেন? প্রতিযোগিতার ইঁদুরদৌড়ে আদৌ জয়ী হতে পারবেন কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করেন? প্রত্যেকটি প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ভারতীয় ডাকবিভাগে (India Post) মাধ্যমিক পাশ যোগ্যতাতেই ডাকসেবক হিসাবে ২ হাজার ৩৫৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ১৯ আগস্টের মধ্যে আগ্রহীকে আবেদন করতে হবে। তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে। এছাড়াও আবেদনকারীকে স্থানীয় ভাষা লিখতে, বলতে এবং পড়তে পারায় সাবলীল হতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। সরকারি নির্দিষ্ট নিয়মানুযায়ী বয়সে নির্দিষ্ট ছাড় পাবেন।

[আরও পড়ুন: স্নাতক হলেই Kolkata Police-এ মিলতে পারে চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

আবেদনের পদ্ধতি:
appost.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। সেখান থেকে আবেদনের রসিদ পাওয়া যাবে। সেটি নিজের কাছে প্রমাণ হিসাবে রাখতে হবে।

আবেদনের শেষদিন:
১৯ আগস্টের মধ্যে করতে হবে আবেদন।

আবেদনের ফি:
১০০ টাকা আবেদনের ফি হিসাবে লাগবে। তবে মহিলা এবং রূপান্তরিতদের আবেদনে কোনও ফি লাগবে না।

চাকরি সংক্রান্ত অন্যান্য যেকোনও তথ্যের জন্য indiapost.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শর্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement