সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষকতাই স্বপ্ন? ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ৮ টি শূন্যপদে অতিথি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কীভাবে আবেদন করবেন? আবেদনের নূন্যতম যোগ্যতাই বা কী, জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ- ৮টি (অতিথি অধ্যাপক)
বিষয়- ইতিহাস
শিক্ষাগত যোগ্যতা- যে কোনও বিষয়ে স্নাতক হলেও হবে। তবে ইতিহাসে স্নাতকোত্তর উত্তীর্ণ হতেই হবে। এছাড়া NET বা SLET পাশ করা থাকলে তবেই আবেদন করতে পারবেন। কারও পিএইচডি করা থাকলে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।
আবেদনের পদ্ধতি- অনলাইনে আবেদনের প্রয়োজন নেই। নিয়োগ হবে ওয়াক ইন্টারভিউয়ের মাধ্যমে। নির্দিষ্ট দিনে নথি নিয়ে হাজির হতে হবে পরীক্ষাকেন্দ্রে।
ওয়াক ইন ইন্টারভিউর দিনক্ষণ- ২৯ জানুয়ারি
ইন্টারভিউর স্থান- পিজি আর্টস বিল্ডিং, তৃতীয় তল, যাদবপুর বিশ্ববিদ্যালয়
প্রয়োজনীয় নথি- বায়োডাটা, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, আইডি প্রুফ
বেতন- ক্লাস পিছু ৫০০ টাকা
* ইন্টারভিউ সংক্রান্ত অতিরিক্ত তথ্য পাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে।