সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। অ্যাকাউনট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের আগামী ১৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
কোন বিভাগে কত শূন্যপদ
জুনিয়র ইনস্পেক্টর: ৪০
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ১১
অ্যাকাউন্ট্যান্ট: ১২
আবেদনের শর্ত
জুনিয়র ইনস্পেক্টর
- উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- কোনও সংস্থায় পারচেস বিভাগে কাজের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
- স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
- এমএস ওয়ার্ড এবং এক্সেলে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
- ইংরাজিতে মিনিটে ৪০টি শব্দ টাইপিং জানতে হবে।
[আরও পড়ুন: Govt Jobs 2021: স্নাতক হলেই মিলতে পারে খাদ্যদপ্তরে চাকরি, জেনে নিন আবেদনের শর্ত]
অ্যাকাউন্ট্যান্ট
বাণিজ্যে মাস্টার্স এবং ৫ বছর কাজের অভিজ্ঞতা অথবা বাণিজ্যে স্নাতক এবং ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
১ ডিসেম্বর, ২০২১ সালের নিরিখে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://www.jutecorp.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।
আবেদনের শেষ দিন:
১৩ জানুয়ারির মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।
আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে ২০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে।
শূন্যপদ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আবেদনকারীকে অবশ্যই https://www.jutecorp.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।