সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল মিউজিয়াম। কীভাবে আবেদন করবেন? পদ্ধতি কী? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ- ২
পোস্ট- রিসার্চ অ্যাসিস্ট্যান্স (চুক্তিভিত্তিক)
আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা- ফেব্রিক ও অ্যাপিয়ারেল সায়েন্স না টেক্সাইল ডিজাইনে স্নাতকোত্তর উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে কমপক্ষে একবছর এধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- ২৯ এপ্রিল ২০২৫ হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন- ৩৫ হজার টাকা
চুক্তির সময়সীমা- ৬ মাসের চুক্তিতে নিয়োগ করা হবে।
আবেদনের পদ্ধতি- অফলাইনে আবেদন করতে হবে। আবেদন পত্র পাঠাতে হবে Administrative Officer, National Museum, Janpath, New Delhi – 110011-এই ঠিকানায়। চাইলে নিজে সশরীরে গিয়েও আবেদনপত্র জমা করতে পারেন।
প্রয়োজনীয় নথি- স্নাতকোত্তরের সার্টিফিকেট ও মাকর্শিটের স্বপ্রত্যয়িত কপি, অভিজ্ঞতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত কপি ও আবেদনপত্র একসঙ্গে জুড়ে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৯ মে, ২০২৫ এর মধ্যে আবেদন পত্র পৌঁছেতে হবে সংশ্লিষ্ট ঠিকানায়।
** আবেদনের পূর্বে অবশ্যই নজর রাখবেন ন্যাশনাল মিউজিয়ামের ওয়েবসাইটে।