সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি আইন নিয়ে পড়াশোনা করেছেন? প্র্যাকটিসের বৈধ লাইসেন্স রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। রাজ্য পুলিশে চাকরি পেতে পারেন আপনিও। লিগাল কনসালট্যান্ট (চুক্তিভিত্তিক) পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য।
মোট শূন্যপদ- ৩
পদ- লিগাল কনসালট্যান্ট (সিনিয়র)
আবেদনকারীর যোগ্যতা- আবেদনের জন্য আইনে স্নাতক হতে হবে। প্র্যাকটিসের বৈধ লাইসেন্স থাকতে হবে। অন্যথায় আবেদনপত্র গ্রাহ্য হবে না। অবসরপ্রাপ্ত পিপি ও এপিপি-রাও আবেদন করতে পারবেন।
আবেদনের বয়স- ৬৪ বছরের মধ্যে হলেই চুক্তিভিত্তিক এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মেয়াদ- প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে এই পদে নিয়োগ করা হবে। তবে পরবর্তীতে দক্ষতা অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে।
বেতন- এই পদে নিযুক্তরা মাসে পাবেন ৪০০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ- ৩০ জুন।
আবেদনের পদ্ধতি- রাজ্যপুলিশের ওয়েবসাইটে গেলেই পাবেন নিয়োগের বিজ্ঞপ্তি। সেখানে মিলবে আবেদন পত্র। সেটি পূরণ করে প্রয়োজনীয় নথি দিয়ে মেল করতে পারেন। অথবা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারেন।
আবেদনের আগে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অবশ্যই নজর রাখুন রাজ্য পুলিশের ওয়েবসাইটে।