shono
Advertisement
Bangladesh

নোটে মুজিব মুছতে গিয়ে বিপাকে ইউনুস প্রশাসন! ইদের বাজারে নগদে টান বাংলাদেশে

গত ডিসেম্বর মাসে জানা গিয়েছিল নতুন করে নোট ছাপছে বাংলাদেশ ব্যাঙ্ক। আর তাতে নেই বঙ্গবন্ধুর ছবি।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:41 PM Mar 10, 2025Updated: 10:16 PM Mar 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন ইদে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় স্থগিত রাখছে বাংলাদেশ ব্যাঙ্ক। অর্থাৎ ইদ উপলক্ষে ১৯ মার্চ থেকে জনসাধারণের মধ্যে যে নতুন টাকা ছাড়ার কথা ছিল তা আর করা হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নকশার নোট বাজারে আনতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবার মূল্যবৃদ্ধির বাজারে ইদে টান পড়বে নগদেও। গত ডিসেম্বর মাসে জানা গিয়েছিল নতুন করে নোট ছাপছে বাংলাদেশ ব্যাঙ্ক। আর তাতে নেই বঙ্গবন্ধুর ছবি। বদলে থাকছে 'জুলাই আন্দোলনে'র ছবি। এভাবেই বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস একেবারে নিশ্চিহ্ন করে দিচ্ছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। 

Advertisement

ইদের আগে নতুন নোটের চাহিদা বিবেচনা করে ঢাকার ৮০টি শাখা থেকে নতুন নোট বিনিময় বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ব্যাঙ্ক। আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত এসব শাখা থেকে পুরনো ৫, ২০ ও ৫০ টাকা বাজারে ছাড়ার কথা বলা হয়। তবে আজ সোমবার ব্যাঙ্কগুলোকে চিঠি দিয়ে আগের ওই সিদ্ধান্ত স্থগিত করার কথা বলা হয়েছে। কেবল ব্যাঙ্ক শাখার মাধ্যমে নোট বিনিময় স্থগিত থাকবে তেমনটা নয়। বাংলাদেশ ব্যাঙ্কের আধিকারিকরাও এবার নতুন নোট পাবেন না। আগামী মে মাসে বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশার নোট বাজারে আসতে পারে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন এরই মধ্যে ঠিক করে কালি ও কাগজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে সাধারণভাবে নতুন নকশার নোট বাজারে আসতে ৯ থেকে ১৮ মাস সময় লাগে। আওয়ামি লিগ সরকার পতনের পর শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে দ্রুততম সময়ে নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে বর্তমান অন্তবর্তী সরকার। গত বছরের আগস্ট মাসে হাসিনার পতনের পর পাঠ্যবই, হাসপাতাল, রাষ্ট্রপতি ভবন সব জায়গা থেকে সরেছে মুজিব ও হাসিনার ছবি। এবার কোপ পড়েছে দেশের মুদ্রায়।

আগস্ট মাসে হাসিনা গদিচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকেই টাকার উপর থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলার দাবি তোলা হচ্ছিল। গত অক্টোবর মাসেই মুজিবের সরিয়ে নতুন নোট ছাপানোর উদ্যোগ নেয় ইউনুস সরকার। তারপর ডিসেম্বরে জানা যায় মুজিবের ছবি ছাড়াই ২০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার নোট ছাপা হচ্ছে। ধর্মীয় কাঠামো, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিদ্রোহের সময় আঁকা গ্রাফিতি অন্তর্ভুক্ত করা হচ্ছে মুদ্রায়। কিন্তু সেই নোট ছাপার প্রক্রিয়া শেষ হয়নি। ফলে ইদে নগদে টান পড়ায় চাপে পড়বেন আম জনতা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আসন্ন ইদে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় স্থগিত রাখছে বাংলাদেশ ব্যাঙ্ক।
  • অর্থাৎ ইদ উপলক্ষে ১৯ মার্চ থেকে জনসাধারণের মধ্যে যে নতুন টাকা ছাড়ার কথা ছিল তা আর করা হবে না।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নকশার নোট বাজারে আনতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement