shono
Advertisement

মোদির আমলে দেশে কমেছে জাতিগত হিংসা, দায় এড়িয়ে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

দলিতদের উপর অত্যাচার নিয়ে 'মাতামাতি' না করার পরামর্শ। The post মোদির আমলে দেশে কমেছে জাতিগত হিংসা, দায় এড়িয়ে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:13 PM Sep 03, 2018Updated: 01:13 PM Sep 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেক নিউজ ও গুজবের দাপটে যখন পুড়ছে গোটা দেশ, ঠিক তখনই ‘হিংসা’ প্রসঙ্গে সরকারের দায় এড়িয়ে চাঞ্চল্যকর মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর৷ সোমবার সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে জানান, বিজেপি সরকারের আমলে দেশে জাতিগত হিংসা কমেছে৷ গোটা দেশের মানুষ এখন শান্তিতে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি৷ তথ্য-পরিসংখ্যান তুলে ধরে দেশজুড়ে বাড়তে থাকা ‘গণপিটুনি’র দা6য় ঢাকতে মরিয়া চেষ্টা চালান কেন্দ্রীয় মন্ত্রী৷ বলেন, ‘দেশে এখন শান্তি বিরাজ করছে৷’’  আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ফের ক্ষমতায় আসবে বলেও দাবি করেন তিনি৷

Advertisement

[‘আশীর্বাদ ‌যাত্রা’য় উত্তেজনা, হামলার মুখে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান]

 সাক্ষাৎকারে রামদাস জানান, এনডিএ আমলে দলিতদের উপর অত্যাচারের মাত্রা অনেকটাই কমে এসেছে৷ কমেছে জাতিগত হিংসার পরিসংখ্যানও৷  নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে৷ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দলিতদের উপর অত্যাচারের ঘটনা ঘটলেও তা নিয়ে বেশি ‘মাতামাতি’ না করার আর্জি জানান মন্ত্রী৷ এইসঙ্গে দলিতদের উপর হামলা হলেও তা নিয়ে আগে মামলাই দায়ের হত না৷ বর্তমানে সেই পরিস্থিতি বদল ঘটেছে বলেও দাবি করেন তিনি৷ ‘বর্ণবিরোধী’দের উস্কানিতেই দেশে হিংসা ছড়াচ্ছে বলে উল্লেখ করেন৷ হিংসা ছাড়ালে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় মন্ত্রী৷

[মেঘভাঙা বৃষ্টিতে বানভাসি উত্তরপ্রদেশ, মৃত অন্তত ১৬]

বলেন, ‘‘আমি মনে করি না দেশে দলিতদের উপর আক্রমণ বাড়ছে৷ নরেন্দ্র মোদির সরকারের অধীনে গোটা দেশে আইন-শৃঙ্খলার মান বেড়েছে৷’’ কোনও একটি দল রাজনৈতিক ক্ষমতা দখলের স্বার্থে ‘ফেক নিউজ’ বিংবা ‘গুজব’ বাজারে ছড়াচ্ছে বলেও জানান তিনি৷  এনডিএর শরিকদল আরপিআইয়ের এই নেতা আরও দাবি করেন, ‘‘দেশজুড়ে গণপিটুনির ঘটনা রাজনৈতিকভাবে জড়িয়ে দেওয়া ঠিক নয়৷ কারণ, অতীতেও এই ধরণের ঘটনা ঘটেছে৷ বিভিন্ন সম্প্রদায়ের উপর একাধিকবার হামলা হয়েছে৷ এই ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে৷ ফলে, বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখা উচিত৷’’ তথ্য পরিসংখ্যান দিয়ে মন্ত্রী দাবি করেন,  গত ১০ বছরে দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ৪৫ হাজার হিংসার অভিযোগ দায়ের হয়েছে৷ কিন্তু, ধীরে ধীরে সেই সংখ্যা অনেকটাই কমেছে বলেও দাবি করেন তিনি৷

The post মোদির আমলে দেশে কমেছে জাতিগত হিংসা, দায় এড়িয়ে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement