সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াল কেন্দ্র৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের চাকরির পরীক্ষার পড়ার জন্য যাবতীয় খরচ বহন করবে সরকার৷
উল্লেখ্য, এর আগে তফসিলি জাতি এবং পিছিয়ে পড়া শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি চাকরির জন্য পড়ার খরচ হিসাবে ২০ হাজার টাকা করে দিত কেন্দ্র৷ সেই ঊর্ধ্বসীমাও তুলে দিয়ে বলা হয়েছে, এখন পড়ার জন্য সব খরচই দেবে সরকার৷ একই সঙ্গে তফসিলি জাতি এবং পিছিয়ে পড়া শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার৷ নতুন নিয়মে স্থানীয়রা ১৫০০ টাকার বদলে ২৫০০ টাকা করে পাবেন৷ অন্য দিকে বাইরে থেকে আসা ছাত্র-ছাত্রীরা তিন হাজারের বদলে পাঁচ হাজার টাকা করে পাবেন৷
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের এক পদস্থ আধিকারিক বলেছেন, “এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের পড়ার খরচ সংক্রান্ত নিয়মের বদল করা হয়েছে৷ এই দুই সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা যাতে উন্নতমানের প্রশিক্ষণ পান সে বিষয়টি নিশ্চিত করতে চাইছে সরকার৷ নামী প্রশিক্ষণ কেন্দ্রগুলির তালিকা তৈরি করা হচ্ছে৷ ওই সমস্ত কেন্দ্রেই এসসি এবং ওবিসি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের পড়ার ব্যবস্থা করা হবে৷
নতুন প্রকল্পে রেল, ব্যাঙ্ক, ইউপিএসসি, স্টাফ সিলেকশন, রাষ্ট্রায়ত্ত সংস্থার অফিসার গ্রেড, আইআইটি, ক্যাট, আইনের মতো একাধিক বিষয়ের পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে৷ পরিবারের বার্ষিক আয় ছয় লক্ষ টাকার কম হলেই এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীরা এই সুযোগ পাবেন৷”
এই প্রকল্প চালু করার লক্ষ্যে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঁচ থেকে দশটি প্রশিক্ষণ কেন্দ্রের নাম প্রস্তাব করতে বলেছে কেন্দ্র৷ এই কেন্দ্রগুলির কার্যকারিতা খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি করবে বিশেষজ্ঞ কমিটি৷ যে সমস্ত প্রতিষ্ঠানের একাধিক জেলায় প্রশিক্ষণ কেন্দ্র আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে খবর৷
The post এসসি, ওবিসিদের পরীক্ষার পড়ার খরচ দেবে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.