shono
Advertisement

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচার না করার অভিযোগ! বরখাস্ত দূরদর্শন কর্মী

যদিও চিঠিতে বরখাস্তের কারণ উল্লেখ করেননি কর্তৃপক্ষ৷ The post প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচার না করার অভিযোগ! বরখাস্ত দূরদর্শন কর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:20 PM Oct 02, 2019Updated: 05:20 PM Oct 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৩০ সেপ্টেম্বর আইআইটি মাদ্রাজের পড়ুয়াদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু সরকারি টিভি চ্যানেল হওয়া সত্ত্বেও, পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেই কথোপকথন সম্প্রচারিত হয়নি চেন্নাই দূরদর্শনে৷ সূত্রের খবর, উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদির অনুষ্ঠান সম্প্রচার আটকে দেন চেন্নাই দূরদর্শন কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর বসুমতি৷ আর এই অভিযোগেই কঠোর শাস্তির মুখে পড়তে হল তাঁকে৷ অনির্দিষ্ট কালের জন্য এই শীর্ষ আধিকারিককে সাসপেন্ড করল উচ্চতর কর্তৃপক্ষ৷

Advertisement

[ আরও পড়ুন: ৫ বার মনোনীত হয়েও নোবেল পুরস্কার পাননি গান্ধীজি, কেন? ]

জানা গিয়েছে, যদিও চিঠিতে তাঁর বরখাস্ত হওয়ার কারণ উল্লেখ করা হয়নি৷ কিন্তু চেন্নাই দূরদর্শনের কর্মীদের একাংশে অনুমান, মাদ্রাজ আইআইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠান সম্প্রচারিত না করার জন্যই, তাঁকে বরখাস্ত করা হয়েছে৷ সূত্রের খবর, ওইদিন মোদির অনুষ্ঠান সম্প্রচার হবে কিনা, তা প্রথমে উচ্চতর কর্তৃপক্ষের কাছে জানতে চান আর বসুমতি৷ উচ্চতর কর্তৃপক্ষের তরফেও সবুজ সংকেত দেওয়া হয়৷ কিন্তু অভিযোগ, তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কথোপকথন সম্প্রচারিত হয়নি৷ যা স্পষ্ট নিয়মবিরুদ্ধ বলে মনে করছে উচ্চতর কর্তৃপক্ষ৷ এবং সেই কারণেই সেন্ট্রাল সিভিল সার্ভিস রুল ১৯৬৫-তে বরখাস্ত করা হয় তাঁকে৷

[ আরও পড়ুন: উৎসবের মরশুমে ১১দিন বন্ধ ব্যাংক! প্রস্তুতি নিন এখনই ]

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সময় তামিল গান ও নাটকের একটি অনুষ্ঠান সম্প্রচার হয়েছিল ডিডি চেন্নাইতে৷ যা নজরে আসে প্রধানমন্ত্রীর দপ্তরের৷ সংশ্লিষ্ট দপ্তরের তরফে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়৷ এরপরই প্রসারভারতী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা৷ সম্পূর্ণ বিষয়টি জানান হয় প্রসারভারতী কর্তৃপক্ষকে৷ এবং এরপরই সম্পূর্ণ ঘটনা প্রকাশ্যে আসে৷

The post প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচার না করার অভিযোগ! বরখাস্ত দূরদর্শন কর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার