সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে (Chhattisgarh) এক পুলিশকর্মীকে নৃশংসভাবে খুন করল মাওবাদীরা (Maoists)। পুলিশের এক হেড কনস্টেবলকে গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় মাওবাদী অধ্যুষিত বীজাপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই হত্যাকাণ্ড ঘটে। মৃত পুলিশকর্মীর নাম পিন্ডিরাম ভেট্টি। দন্তেওয়াড়া জেলার পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি। দান্তেওয়াড়ার এএসপি আর কে বর্মন জানিয়েছেন, হেড কনস্টেবল ভেট্টির বাড়ি গুমলনার গ্রামে। সম্প্রতি বিশাখাপত্তনামে পুলিশ ট্রেনিং শেষ করে বাড়ি ফেরেন পিন্ডিরাম। ভাইয়ের বিয়ে উপলক্ষে চারদিন ছুটি নিয়েছিলেন। কাদেনার গ্রামে বিয়ের অনুষ্ঠানে যান। আনন্দ অনুষ্ঠান উপলক্ষে একটি শোভাযাত্রা বেরিয়েছিল রবিবার রাতে। তা শেষ হওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন পুলিশকর্মী।
[আরও পড়ুন: বিতর্ক সত্ত্বেও পুরীর মন্দিরে রয়েই গিয়েছে ফাটল! নয়া রিপোর্ট ঘিরে বাড়ছে আশঙ্কা]
এমন সময় বেশ কয়েক জন মাওবাদী উপস্থিত হয় সেখানে। এর পর নৃশংস ভাবে খুন করা হয় ওই পুলিশকর্মীকে। জানা গিয়েছে, গলা কেটে হত্যা করা হয় তাঁকে। খুনের ঘটনার তদন্ত শুরু করেছে ছত্তিশগড় পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। উল্লেখ্য, কিছু দিন আগে এক বিজেপি নেতার বাড়িতে ঢুকে তাঁকে খুন করে পালিয়েছিল মাওবাদীরা। যার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল।