shono
Advertisement
A R Rahman

অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন এআর রহমান, প্রভু দেবা স্টাইলে 'মুনওয়াক'-এ মাতাবেন?

নতুন বছরের সবথেকে বড় খবর! কেমন চরিত্রে দেখা যাবে অস্কারজয়ী শিল্পীকে?
Published By: Sandipta BhanjaPosted: 07:28 PM Jan 01, 2026Updated: 07:28 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঙ্গীতদুনিয়ার একাধিক তারকা এযাবৎকাল সিনেপর্দায় মুখ দেখিয়েছেন। সেই তালিকায় যেমন কিশোর কুমার, কেএল সহগেল সাহেব, নূরজাহানরা রয়েছেন, তেমনই লাকি আলি, সোনু নিগম, হিমেশ রেশমিয়া থেকে হালফিলের পাঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্ঝও রয়েছেন। এবার সেই তালিকাতেই নতুন সংযোজন এআর রহমান। খবর, ২০২৬ সালেই অভিনয়দুনিয়ায় অবতরণ করতে চলেছেন অস্কারজয়ী শিল্পী। আর রহমানের এই নতুন ইনিংসের সঙ্গী হতে চলেছেন প্রভু দেবা। নতুন বছরের পয়লা দিনে যে এখবর নিঃসন্দেহে তাঁর শ্রোতা, অনুরাগীদের জন্য বড় খবর, তা বলাই বাহুল্য।

Advertisement

জানা গেল, আদ্যোপান্ত কমেডি ঘরনারা সিনেমা হতে চলেছে এটি। নাম 'মুনওয়াক'। পরিচালনার দায়িত্বে রয়েছেন মনোজ এনএস এবং প্রযোজনা করছে বিহাইন্ড উডস প্রোডাকশন। গতবছরই কানাঘুষো শোনা গিয়েছিল যে, খুব শিগগিরি রহমানকে ভিন্ন অবতারে দেকার সুযোগ পাবেন অনুরাগীরা। তবে অস্কারজয়ী শিল্পী যে সিনেদুনিয়ায় পদাপর্ণ করতে চলেছেন, সেই ধারণা তখনও ভক্তদের মনে উঁকি দেয়নি! এবার নতুন বছরের পয়লা দিনেই জব্বর খবর, 'মুনওয়াক' সিনেমায় প্রভু দেবার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন এআর রহমান। আর ইন্ডিয়ান মাইকেল জ্যাকসন যে সিনেমায় রয়েছেন, সেই ছবিতে যে হাইভোল্টেজ নাচের দৃশ্য থাকবে সেটা হলফ করে বলা যায়। এবার প্রশ্ন কেমন চরিত্রে দেখা যাবে রহমানকে?

ছবি: ইনস্টাগ্রাম

পরিচালক মনোজ এনএস জানালেন, 'অ্যাংরি ইয়ং ম্যান' গোছের পরিচালক অবতারে দেখা যাবে অস্কারজয়ী সঙ্গীতশিল্পীকে। তাঁর চরিত্রটি যদিও কাল্পনিক, তবে গল্পে মোচড় রয়েছে। তবে শুধু অভিনয়ই করেননি তিনি। 'মুনওয়াক' ছবির পাঁচটি গানও গেয়েছেন রহমান। পরিচালকের কথায়, "গান রেকর্ডিংয়ের পর আমি যখন রহমান স্যরকে অভিনয়ের কথা বলি এবং তাঁর চরিত্রটা সম্পর্কে শোনাই, তখন উনি একবাক্যে রাজি হয়ে যান। আর সেটে শট দেওয়ার সময়ে ওঁকে অভিনয় উপভোগ করতে দেখে আমার বড় ভালো লেগেছে। এই সিনেমায় এমন সব দৃশ্য রয়েছে, যা দর্শককে হতবাক করে দেবে।" অতঃপর ২০২৬ সালে যে সিনেপ্রেমীদের জন্য বড় উপহার অপেক্ষা করছে তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খবর, ২০২৬ সালেই অভিনয়দুনিয়ায় অবতরণ করতে চলেছেন অস্কারজয়ী শিল্পী এআর রহমান।
  • আর রহমানের এই নতুন ইনিংসের সঙ্গী হতে চলেছেন প্রভু দেবা।
Advertisement