shono
Advertisement
Jaya Ahsan-Ocd

অবশেষে মুক্তি পাচ্ছে জয়ার 'ওসিডি', 'এ ছবি আমার কাছে প্রতিবাদেরই ভাষা', বলছেন পরিচালক

ছবি মুক্তির দিনক্ষণ জানিয়েছেন জয়া নিজে।
Published By: Arani BhattacharyaPosted: 04:05 PM Jan 01, 2026Updated: 07:43 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা তিক্ত অভিজ্ঞতা নষ্ট করে দিতে পারে একজন শিশুর আগামী। তা ছেলে হোক বা মেয়ে। আর সেই তিক্ত অভিজ্ঞতার বোঝা তাঁকে বয়ে বেড়াতে হয় সারাটা জীবন। তেমনই এক অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে নির্মিত পরিচালক সৌকর্য ঘোষালের ছবি 'ওসিডি'। মুখ্যচরিত্রে রয়েছেন জয়া আহসান। থ্রিলার ঘরানার এই ছবি অবশেষে নানা জট কাটিয়ে দেখছে মুক্তির আলো। ইতিমধ্যেই নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করে মুক্তির দিনক্ষণ জানিয়েছেন জয়া।

Advertisement

ছবিতে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে জয়াকে। তাঁর চরিত্রের নাম শ্বেতা। যার জীবনে রয়েছে অতীতের ধূসর ছায়া। যা তাকে তাড়া করে বেড়ায়। শ্বেতার সেই অতীত সম্পর্কে তাঁর এক রোগী হঠাৎই জেনে যাওয়ার ফলে চরম সিদ্ধান্ত নেয়। শ্বেতা তাকে হত্যা করে। এভাবেই তার আশেপাশে থাকা, তার বিরুদ্ধাচরণ করা প্রতিটি মানুষকেই শেষ করে দিতে চায় সে। আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে 'ওসিডি'। 'ওসিডি' বা অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার এমন একটি সমস্যা যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করে এই রোগে আক্রান্ত মানুষদের। ছবি প্রসঙ্গে পরিচালক সৌকর্য বলছেন, "এই ছবি আমার এক প্রতিবাদের ভাষা বলা যেতে পারে। চারিদিকে এত বাচ্চাকে দেখেছি বিভিন্ন ঘটনার শিকার হতে তা বলার নয়। এমনও বহু শিশুকে দেখেছি যারা হেনস্তার শিকার হয়েও শুধুমাত্র ভয়ে ও পরিবারকে পাশে না পেয়ে চুপ করে থাকে। আর তার ফলে কোনওভাবেই ধরা পড়ে না অভিযুক্তরা। তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। পরিবার বেশিরভাগ ক্ষেত্রেই এমন ঘটনার শিকার শিশুদের চুপ থাকতে বলে সমস্যা এড়াতে। আজও সমাজে বুক ফুলিয়ে তারাই ঘোরে। আর তার ফলে যা হয় তা হল একটি শিশু চিরটাকাল এই স্মৃতি নিজের মধ্যে বয়ে নিয়ে যায়। যার উপশম হয় না কখনও।"

 

উল্লেখ্য, এর আগে সৌকর্যের 'ভূত পরী' ছবিতেও অভিনয় করেছিলেন জয়া। ২০২১ সালে এই ছবি নিয়ে যাবতীয় কাজ ও শুটিং হলেও এতগুলো বছরেও সেই ছবি ,মুক্তির আলো দেখেনি। অবশেষে সব জট কাটিয়ে বড়পর্দায় মুক্তি পাবে 'ওসিডি'। জয়া আহসান ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement