shono
Advertisement
Aishwarya-Abhishek

বিচ্ছেদ জল্পনায় ফের জল ঢেলে নতুন বছরে ছুটির মেজাজে অভিষেক-ঐশ্বর্য, ভাইরাল ছবি

বিদেশে নতুন বছরের আবহে ছুটি কাটাতে গিয়েছেন অভিষেক ও ঐশ্বর্য।
Published By: Arani BhattacharyaPosted: 07:22 PM Jan 01, 2026Updated: 09:29 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্দরে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর বারবার উঠেছে। আর তা বারবার নস্যাৎ করে দিয়েছেন তারকা-দম্পতি। নতুন বছরেও তার ব্যতিক্রম হল না। সোশাল মিডিয়ায় বচ্চন দম্পতির নিউ ইয়ার কাটানোর ছবি দেখেই বোঝা গেল যে তাঁদের মধ্যে যে দূরত্বের গুঞ্জন দানা বেঁধেছিল তা নেই। বরং আরাধ্যাকে সঙ্গে নিয়ে দু'জনে মিলে বিদেশে নতুন বছরের আবহে ছুটি কাটাতে গিয়েছেন অভিষেক ও ঐশ্বর্য। সঙ্গে গিয়েছেন ও। নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন দম্পতি।

Advertisement

বলে রাখা ভালো নিউ ইয়ারের আবহে বিদেশে ছুটি কাটানোর মাঝে তোলা ছবি তাঁরা দু'জনের কেউই ভাগ করে নেননি সোশাল মিডিয়ায়। কারণ নিজেদের জীবন একান্তই ব্যক্তিগত রাখতে পছন্দ করেন তাঁরা। বরং বিদেশের বুকে তারকাদম্পতির সঙ্গে তোলা ছবি এক অনুরাগী সোশাল মিডিয়ায় পোস্ট করতেই তা রীতিমতো ভাইরাল হয়েছে। আর সেখান থেকেই জানা যায় যে, বিদেশে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তাঁরা দু'জন। বলে রাখা ভালো গত ডিসেম্বরেই তাঁদের মুম্বই এয়ারপোর্টে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক ও ঐশ্বর্যকে। বিদেশে ছুটি কাটাতে যাওয়ার আগে শেষবার একসঙ্গে দেখা দিয়েছিলেন তাঁরা। তাঁদের সেই এয়ারপোর্ট লুকের ছবি ও ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।

উল্লেখ্য, ২০০০ সালে অভিষেক ও ঐশ্বর্যর প্রথম সাক্ষাৎ। তাঁরা একসঙ্গে অভিনয় করেন 'গুরু' ও 'ধুম ২' ছবিতে। ২০০৭ সালে তাঁদের চারহাত এক হয়। ২০১১ সালে কোল জুড়ে আসে মেয়ে আরাধ্যা। দীর্ঘ দাম্পত্যে রাইসুন্দরী ও জুনিয়র বচ্চনকে ঘিরে বারবার দানা বেঁধেছে সংসার ভাঙার গুঞ্জন। প্রতিবারই তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে দূরেই থেকেছেন এমনটা নয় জল্পনায় জল ঢেলে সমালোচনায় ইতিও টেনেছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বলিউডের অন্দরে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর বারবার উঠেছে।
  • আর তা বারবার নস্যাৎ করে দিয়েছেন তারকা-দম্পতি।
  • নতুন বছরেও তার ব্যতিক্রম হল না।
Advertisement