shono
Advertisement
Ankush-Oindrila

বর্ষবরণের রাতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সেলফি! অঙ্কুশের কাণ্ডে রেগে কাঁই ঐন্দ্রিলা

অঙ্কুশের সঙ্গে কী করলেন ঐন্দ্রিলা?
Published By: Sandipta BhanjaPosted: 07:58 PM Jan 01, 2026Updated: 07:58 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীদের চরিত্র নাকি বেজায় জটিল? দিন কয়েক আগেই ঈশ্বরের কাছে অঙ্কুশ প্রার্থনা করেছিলেন, 'ঠাকুর, পৃথিবীর সমস্ত জটিল মহিলাদের সরল বানিয়ে দাও।' এবার বর্ষবরণের রাতে এমন কাণ্ড ঘটালেন, যা দেখে মেজাজ হারালেন ঐন্দ্রিলা। অন্য মহিলার আবদারে সেলফি তুলতে গিয়েছিলেন মাত্র। তবে সেসময়ে অভিনেত্রী অঙ্কুশের পাশে ছিলেন না। খানিক দূরে দাঁড়িয়ে অন্য কারও সঙ্গে গল্পে মশগুল ছিলেন ঐন্দ্রিলা। তবে পিছন ফিরে তাকাতেই যে দৃশ্য তাঁর চোখে পড়ে, তাতেই মুখ কাঁচুমাচু করেন অভিনেত্রী। তারপর যা ঘটল... সেই ভিডিওই এখন চর্চার শিরোনামে।

Advertisement

ঠিক কী ঘটেছে? বুধবার রাত। আলোয় মোড়া শহরে নতুন বছরকে স্বাগত জানাতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। স্বাভাবিকভাবেই চারদিকে সকলে তখন পার্টি মুডে। তারস্বরে গান বাজছে। উপস্থিত অতিথিদের কোলাহল। সেখানেই জনৈক তরুণী খোলামেলা পোশাকে অঙ্কুশের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সেলফি তুলছিলেন। অনুরাগীর আবদার ফেরাননি অভিনেতা। হাজার হোক, সামনেই ৯ তারিখে তাঁর নতুন সিনেমা 'নারীচরিত্র বেজায় জটিল'-এর রিলিজ। তবে গোল বাঁধে ঐন্দ্রিলা যখন পিছন ফিরে অঙ্কুশকে খুঁজতে থাকেন। দেখতে পান, মহিলা ভক্তের সঙ্গে সেলফি তোলায় মত্ত অঙ্কুশ! ব্যস ওমনি হাত গুটিয়ে সটান চলে যান সেখানে। তারপর?

ভিডিওতে দেখা গেল, অঙ্কুশকে গায়ে হাত দিয়ে ডাকতেই ওই তরুণী পিছন ফিরে দেখেন ঐন্দ্রিলা। এরপর অভিনেত্রীর সঙ্গে করমর্দন করে কুশল মঙ্গল বিনিময় করেন তিনি। এমনকী ঐন্দ্রিলার গালে 'চকাস' চুমুও বসিয়ে দেন! কিন্তু এই ভিডিও দেখার পর ঘনিষ্ঠরা বড় চিন্তায়, আদৌ ঐন্দ্রিলার রাগ মিটেছে তো? অনুরাগীদের একাংশ আবার প্রশ্ন ছুড়লেন, 'কেমন কেস খেলেন দাদা?' তবে এপ্রসঙ্গে বলে দেওয়া ভালো, এই গোটা বিষয়টাই আদতে রসিকতাচ্ছলে করা হয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন সিনেমা 'নারীচরিত্র বেজায় জটিল'-এর প্রচারের জন্য। আগামী ৯ জানুয়ারি মুক্তি। তার প্রাক্কালেই এহেন 'খুনসুঁটি স্টান্টে' নজর কাড়লেন জুটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার রাত। আলোয় মোড়া শহরে নতুন বছরকে স্বাগত জানাতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
  • বর্ষবরণের রাতে এমন কাণ্ড ঘটালেন অঙ্কুশ, যা দেখে মেজাজ হারালেন ঐন্দ্রিলা।
Advertisement