shono
Advertisement
Subhrajit Mitra

সাহিত্য-ইতিহাসের মিশেলে তৈরি হচ্ছে 'মায়ামৃগয়া', ছবির সঙ্গে যুক্ত পদ্ম-গ্র্যামিজয়ী তাবড় মুখ

আদ্যোপান্ত সাদা-কালো সিনেমা নিয়ে আসতে চলেছেন তিনি।
Published By: Sandipta BhanjaPosted: 05:33 PM Jan 01, 2026Updated: 05:33 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের পয়লা দিনেই নতুন সিনেমা উপহারের ঘোষণা করলেন শুভ্রজিৎ মিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পর এবার রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নতুন সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক। শুভ্রজিৎ বরাবরই ইতিহাসনির্ভর সিনেমা করতে ভালোবাসেন। খবর, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বোন' অবলম্বনে সাহিত্য-ইতিহাসের মিশেলে 'মায়ামৃগয়া' নামে একটি নতুন ছবি তৈরি করছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার সেই সিনেমার সাদাকালো পোস্টার প্রকাশ্যে আনলেন পরিচালক। শুভ্রজিৎ জানালেন, পোস্টারের মতোই গোটা সিনেমা তৈরি হবে সাদাকালোয়। এর আগে 'অভিযাত্রিক' ছবিটির ক্ষেত্রেও এই একই পন্থা অনুসরণ করেছিলেন শুভ্রজিৎ মিত্র। পোস্টারে দেখা গেল, দুই নারীর হাতে বীণা আর বাঁশি আর একজন অজ্ঞাত পরিচয় পুরুষ। তাঁদের ঘিরে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রেম-প্রণয়ের মোড়কে দুই নারী আর এক পুরুষের ত্রিকোণ সম্পর্ককে তুলে ধরবে 'মায়ামৃগয়া'। শুভ্রজিৎ বললেন, "রবি ঠাকুরের 'দুই বোন' আজও সমান প্রাসঙ্গিক। স্বাধীনতা আন্দোলন, সামাজিক ইস্যু আর প্রেম... যাবতীয় উপকরণে চিত্রানাট্য সাজানো হচ্ছে।" ১৯৩০ সালের প্রেক্ষাপট পর্দায় তুলে ধরবেন পরিচালক। কাস্টিংয়েও মহাচমক!

যদিও ফেব্রুয়ারি মাসে কাস্টিং প্রকাশ্যে আনবেন বলে জানালেন শুভ্রজিৎ, তবে পাশাপাশি এমন ইঙ্গিতও দিলেন যে, 'মায়ামৃগয়া'য় জাতীয় পুরস্কার বিজয়ী থেকে, পদ্ম-গ্র্যামি এমনকী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজয়ীরাও যুক্ত রয়েছেন। কানাঘুষো নেতাজি এবং রবিগুরুর ভূমিকায় দুই তাবড় তারকামুখকে দেখা যাবে। বাকিটা নতুন বছর ক্রমশ প্রকাশ্য। তবে খবর, ২০২৬ সালের শীতেই মুক্তি পাবে এই ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বোন' অবলম্বনে সাহিত্য-ইতিহাসের মিশেলে 'মায়ামৃগয়া' নামে একটি নতুন ছবি তৈরি করছেন তিনি।
  • বৃহস্পতিবার সেই সিনেমার সাদাকালো পোস্টার প্রকাশ্যে আনলেন পরিচালক।
  • শুভ্রজিৎ জানালেন, পোস্টারের মতোই গোটা সিনেমা তৈরি হবে সাদাকালোয়।
Advertisement