shono
Advertisement
Shatrughan Zaheer Iqbal

শত্রুঘ্নর বর্ষবরণের ছবিতে নেই জাহির, সোনাক্ষীর বিয়ের বছর ঘুরলেও ভিনধর্মী জামাইকে মেনে নেননি?

পরিবারের অন্দরের মনোমালিন্য কি বাড়ল?
Published By: Sandipta BhanjaPosted: 09:19 PM Jan 01, 2026Updated: 09:19 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের ২৩ জুন, দুই পরিবারকে সাক্ষী রেখে আইনি মতে বিয়ে করেছেন। সোনাক্ষী-জাহিরের ভিনধর্মী বিয়ে নিয়ে পরবর্তী মাস কয়েকজুড়ে কম চর্চা হয়নি। হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করায় নেটপাড়ার রোষানলে পড়তে হয়েছিল সোনাক্ষী সিনহাকে। এককথায় বিয়ের পর একাধিকবার শুধুমাত্র 'ধর্মের কারণে'ই বিতর্কের শিরোনামে বিরাজ করেছে শত্রুঘ্নকন্যা। এবার প্রবীণ অভিনেতার বর্ষবরণের ছবিতে জামাই জাহির ইকবালের অনুপস্থিতি পরিবারের অন্দরের মনোমালিন্যের গুঞ্জন আরও উসকে দিল।

Advertisement

পয়লা জানুয়ারি দুপুর বেলায় সোশাল মিডিয়ায় পারিবারিক দুটি ছবি শেয়ার করে নতুন বছরের শুভেচ্ছা জানান শত্রুঘ্ন সিনহা। তবে সেই দুটো ছবিতেই সস্ত্রীক লব-কুশ এবং সোনাক্ষী ও পুনম সিনহাকে দেখা গেলেও নেই জামাই জাহির ইকবাল। আর প্রবীণ অভিনেতার সেই শুভেচ্ছাবার্তা দেখেই নেটমহলের প্রশ্ন, 'জামাই কোথায়?' কারও বা কৌতূহল, 'ভিনধর্মী জামাইকে কি আপনাদের পরিবার এখনও মেনে নিতে পারেনি?' কেউ জানতে চাইলেন, 'তাহলে কি সোনাক্ষীর সঙ্গে দূরত্ব বেড়েছে জাহিরের?' একাংশ আবার মনে করিয়ে দিলেন, 'ছবিতে পূত্রবধূ থাকলে জামাইয়েরও থাকা উচিত!' এহেন নানা প্রশ্নে ছেয়ে গিয়েছে মন্তব্য বাক্স।

শোনা যায়, এই ভিনধর্মী বিয়ের জন্যই নাকি অভিনেত্রীর দুই ভাই লব-কুশ তাঁদের অনুষ্ঠানে অংশ নেননি! তবে নিন্দুক, নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে 'মিঞা-বিবি' দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন। দেড়বছর ধরে তাঁদের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই সংসারসুখের ঝলক মেলে। তাহলে কেন শত্রুঘ্নর বর্ষবরণের বার্তায় নেই জাহির ইকবাল? জানা গেল, আসলে এই দুটি ছবিই অনেক আগে তোলা। সেসময়ে জাহিরের সঙ্গে সিনহা পরিবারের ঘনিষ্ঠতা ততটাও বাড়েনি। আর সেই পুরনো ছবি দিয়েই এবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন শত্রুঘ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রবীণ অভিনেতার বর্ষবরণের ছবিতে জামাই জাহির ইকবালের অনুপস্থিতি পরিবারের অন্দরের মনোমালিন্যের গুঞ্জন আরও উসকে দিল।
  • পয়লা জানুয়ারি দুপুর বেলায় সোশাল মিডিয়ায় পারিবারিক দুটি ছবি শেয়ার করে নতুন বছরের শুভেচ্ছা জানান শত্রুঘ্ন সিনহা।
Advertisement