সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর শোকে 'গৃহবন্দি' ছিলেন দিন কয়েক। যাননি নিজের সিনেমার প্রিমিয়ারেও। সোশাল মিডিয়ায় নিজের মানসিক পরিস্থিতির কথা না জানালেও, ঘনিষ্ঠ বৃত্তের কাছে সেকথা ফাঁস করেছিলেন অভিনেতা। আর বর্তমানে যখন দেশে যুদ্ধের আবহ, পহেলগাঁও সন্ত্রাসের পর জঙ্গি গোষ্ঠীগুলির 'আশ্রয়' পাকিস্তানকে কোনওরকম রেয়াত করতে নারাজ ভারত, তখন এমন আবহে দেশ, সেনাবাহিনীর জয়গান গেয়ে পাক মুলুকের বিরুদ্ধে সমস্বরে গর্জন ছেড়েছে বিনোদন ইন্ডাস্ট্রি। আমিরের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে 'অপারেশন সিঁদুর' নিয়ে কোনও প্রসঙ্গের উল্লেখ না থাকলেও, এমতাবস্থায় তিনি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে শোনা যাচ্ছে।
জানা গিয়েছে, দেশের এমন যুদ্ধ জিগিরে 'সিতারে জমিন পর' সিনেমার ট্রেলার প্রকাশ্যে নিয়ে আসতে নারাজ আমিরের প্রযোজনা সংস্থা। মিস্টার পারফেকশনিস্টের এই ছবি যে বহু প্রতীক্ষিত, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না! সিনেদর্শকরাও মুখিয়ে ছিলেন 'সিতারে জমিন পর'-এর ঝলক দেখার জন্য। কিন্তু উত্তাল পরিস্থিতিতে যখন দেশের সেনাবাহিনী সীমান্তে নিজেদের জীবন বাজি রেখে লড়ছে, তখন এমতাবস্থায় নিজের সিনেমার ট্রেলার রিলিজ করতে মন সায় দেয়নি আমির খানের। বলিউড মাধ্যম সূত্রে খবর, দেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে আমিরের টিমের তরফেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, এই কঠিন সময়ে দেশের সেনাবাহিনীর জন্য ভাবিত আমির। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি বিশ্বাস করেন, এটা দেশ, সেনাজওয়ানের পাশে থাকার সময়। বর্তমান পরিস্থিতিতে আরও বেঁধে বেঁধে থাকতে হবে সকলকে। আর সেই জন্যই 'সিতারে জমিন পর' ছবির ট্রেলার প্রকাশ্যে আনেনি তিনি।
৮ মে, আমিরের বহু প্রতীক্ষিত সিনেমা 'সিতারে জমিন পর'-এর ট্রেলার রিলিজ হওয়ার কথা ছিল। তবে অপারেশন সিঁদুরের আবহে প্রথমটায় ভেবেছিলেন, চলতি সপ্তাহান্তে ঝলক প্রকাশ্যে নিয়ে আসবেন। তবে এবার জানা গেল, টিমের সঙ্গে যৌথ সম্মতিতে মিস্টার পারপেকশনিস্ট সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত 'সিতারে জমিন পর'-এর (Sitaare Zameen Par) ট্রেলার রিলিজ স্থগিত থাকবে। ২০ জুন প্রেক্ষাগৃহে আসার কথা ছবিটির। এর মাঝেই জল্পনা, সিনেমার রিলিজও নাকি পিছিয়ে যেতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনওরকম অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি আমির খান প্রোডাকশনস-এর তরফে।
ভারত-পাক সংঘাতের (India-Pakistan Tension) আবহে কোনওভাবেই ব্যক্তিস্বার্থ কিংবা সিনেশিল্পের স্বার্থকে এগিয়ে রাখতে নারাজ সিনেদুনিয়ার তারকারা। এমন যুদ্ধ জিগিরের ফলে রাজকুমার রাও, ওয়ামিকা গাব্বির ছবি ‘ভুল চুক মাফ’ বড়পর্দায় রিলিজ না করে ৯ মে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। শুক্রবার আবু ধাবির কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ সিং। ১০ মে, শনিবার মুম্বইয়ের কনসার্ট বাতিল করেছেন উষা উত্থুপও। নবীন প্রজন্মের জনপ্রিয় সেতারবাদক রিষভ রিখিরাম শর্মা ইন্দোর, কলকাতার শো স্থগিত রেখেছেন। এর আগে ব্রিটেন সফর বাতিল করেছেন সলমন খান। শোনা যাচ্ছে, ব্রিটেনে শাহরুখ-কাজলের যে মূর্তি উন্মোচনের কথা ছিল, সেটাও ভারত-পাক সংঘাতের উত্তপ্ত আবহে বাতিল করা হয়েছে।
