সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর শোকে 'গৃহবন্দি' ছিলেন দিন কয়েক। যাননি নিজের সিনেমার প্রিমিয়ারেও। সোশাল মিডিয়ায় নিজের মানসিক পরিস্থিতির কথা না জানালেও, ঘনিষ্ঠ বৃত্তের কাছে মনখারাপের কথা ফাঁস করেছিলেন আমির খান। আর বর্তমানে যখন ভারত-পাক সংঘাতে উত্তপ্ত দেশ তখন এমন আবহে সেনাবাহিনীর জয়গান গেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেতা।
১২ মে, সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরই নরেন্দ্র মোদির স্তুতি শোনা গেল আমির খানের মুখে। এদিন মোদি সাফ পাকিস্তানের উদ্দেশে বলেন, "আমাদের দেশের মা-বোনেদের সিঁথির সিঁদুর মুছলে কতখানি দাম দিতে হয়, আজ তা বুঝে গিয়েছে উগ্রপন্থীরা। জঙ্গিরা স্বপ্নেও ভাবেনি ভারত এত বড় পদক্ষেপ করবে।" শুধু তাই নয়, শত্রুপক্ষের উদ্দেশে মোদির কড়া বার্তা— ভারতের অভিযান বন্ধ হয়নি, স্থগিত হয়েছে মাত্র। অর্থাৎ সংঘর্ষবিরতি হয়েছে ঠিকই, তবে অপারেশন সিঁদুর শেষ হয়নি। ভবিষ্যতে পাকিস্তানের গতিবিধির উপর ভারতের নজর থাকবে। বেগড়বাঁই করলে মুখের উপর জবাব দেওয়া হবে। সেটাও ভারতের নিজস্ব শর্তে, নিজস্ব পদ্ধতিতে। সোম সন্ধেয় শাহবাজ শরিফ সরকারের উদ্দেশে মোদি কড়া হুঁশিয়ারি দেওয়ার পরই ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দুঃসাহসিক নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান 'মিস্টার পারফেকশনিস্ট'।
নিজস্ব প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনের অফিশিয়াল পেজ থেকে আমির খান যে বিবৃতি শেয়ার করেছেন তাতে উল্লেখ, 'অপারেশন সিঁদুরের বীর সেনাদের কুর্নিশ। দেশের সুরক্ষায় আমাদের সশস্ত্র বাহিনীর দুঃসাহসিক অভিযানের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওঁদের সাহসিকতাকে কুর্নিশ। আর এভাবে নেতৃত্ব দিয়ে সমস্যার সমাধান করায় মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। জয় হিন্দ।' উল্লেখ্য, সোমবারের আগে আমিরের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে 'অপারেশন সিঁদুর' নিয়ে কোনও প্রসঙ্গের উল্লেখ না থাকলেও, এমতাবস্থায় তিনি বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। 'সিতারে জমিন পর' সিনেমার ট্রেলার রিলিজ করেননি।
সম্প্রতি জানা গিয়েছিল, দেশের এমন যুদ্ধ জিগিরে 'সিতারে জমিন পর' সিনেমার ট্রেলার প্রকাশ্যে নিয়ে আসতে নারাজ আমিরের প্রযোজনা সংস্থা। মিস্টার পারফেকশনিস্টের এই ছবি যে বহু প্রতীক্ষিত, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না! সিনেদর্শকরাও মুখিয়ে 'সিতারে জমিন পর'-এর ঝলক দেখার জন্য। কিন্তু উত্তাল পরিস্থিতিতে যখন দেশের সেনাবাহিনী সীমান্তে নিজেদের জীবন বাজি রেখে লড়ছে, তখন এমতাবস্থায় নিজের সিনেমার ট্রেলার রিলিজ করতে মন সায় দেয়নি আমির খানের। বলিউড মাধ্যম সূত্রে খবর, দেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে আমিরের টিমের তরফেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, এই কঠিন সময়ে দেশের সেনাবাহিনীর জন্য ভাবিত আমির। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি বিশ্বাস করেন, এটা দেশ, সেনাজওয়ানের পাশে থাকার সময়। বর্তমান পরিস্থিতিতে আরও বেঁধে বেঁধে থাকতে হবে সকলকে। আর সেই জন্যই 'সিতারে জমিন পর' ছবির ট্রেলার প্রকাশ্যে আনেনি তিনি। এবার নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন ভারত-পাক সংঘাতে রাশ টানার জন্য।
