shono
Advertisement
Aayush Sharma

শরীরের অশনি সংকেত না বুঝে লাগাতার ট্রেনিংই কাল! পিঠে পরপর অস্ত্রোপচার সলমনের ভগ্নীপতির

এখন কেমন আছেন আয়ুশ শর্মা?
Published By: Arani BhattacharyaPosted: 03:51 PM Jul 13, 2025Updated: 03:53 PM Jul 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীর বারবার জানান দিলেও তাকে হালকাভাবে নেওয়াই কাল হল সলমন খানের ভগ্নীপতি আয়ুশ শর্মার। আর তার জেরেই পিঠে গুরুতর দুটি অস্ত্রোপচার সারলেন 'লাভরাত্রি' খ্যাত ৩৪ বছর বয়সি অভিনেতার। শারীরিক এই অসুবিধা তাঁকে জীবনের অনেক পাঠ পড়িয়েছে ইতিমধ্যেই। এবার সেই নিয়েই অভিনেতা তাঁর নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ইনস্টাগ্রামে। জানালেন তাঁর জীবনে পরিবর্তন ঠিক কতটা এসেছে এই ঘটনার পর সেকথাও।

Advertisement

শরীর বারবার অশনি সঙ্কেত দিয়েছে। কিন্তু তা একেবারেই গ্রাহ্য করেননি আয়ুশ। পিঠের দিকের পেশি ফুলে গিয়েছিল তাঁর। শরীর চর্চার জন্যই এই পেশি স্ফীত হয়েছে বলেই তাঁর ধারণা হয়। সেই অবস্থাতেই লাগাতার শরীরচর্চা চালিয়ে গিয়েছিলেন আয়ুশ। কিন্তু ভুল ভাঙে যখন শরীরে একাধিক সমস্যা দেখা দেয় তখন। এখানেই শেষ নয় সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, " আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে শরীরচর্চা করা, শারীরিকভাবে সুস্থ থাকা আর সিক্স প্যক বানানো দুটি এক নয়। সিক্স প্যাক কখনোই ফিটনেসের সংজ্ঞা নয়। আমি সেটার জন্যই কঠোর পরিশ্রম করতাম তখন সবথেকে বেশি এই সমস্যার সম্মুখীন হয়েছি। যদিও আমার শরীর আমাকে বারবার অশনি সঙ্কেত দিয়েছে কিন্তু তা আমি খুবই হালকাভাবে নিয়েছি।"

আয়ুশ আরও বলেন, "আমি শুটিং চলাকালীনই শরীরে অস্বস্তি অনুভব করি এবং অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসক জানান আমার পিঠের হাড়ে সমস্যা তৈরি হয়েছে এবং এল৪ ও এল৫ হাড়টি ক্ষতিগ্রস্থ হয়েছে।" চিকিৎসাধীন সময়ে কেমন কেটেছে আয়ুশের সময় সেই অভিজ্ঞতার কথাও জানিয়েছেন অভিনেতা। বলেছেন, "হাসপাতালে থাকার সময় আমার পরিবারের সঙ্গে আরও বন্ধন তৈরি হয়েছে। আমি এইসময় আমার স্ত্রী ও সন্তানদের অনেকটা সময় দিতে পেরেছি। আমার ছেলে এইসময় নিজের হাতে আমাকে অ্যাভোকাডো টোস্ট বানিয়ে খাইয়েছে। অর্পিতার সঙ্গেও অনেকটা সময় কাটানোর সময় পেয়েছি। দু'জনে অনেক সিনেমা দেখেছি এইসময়। তাই জীবনে কাজই সব নয়। মাঝেমাঝে বিরতি নিতে জানতে হয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পিঠে গুরুতর দুটি অস্ত্রোপচার সারলেন 'লাভরাত্রি' খ্যাত ৩৪ বছর বয়সি অভিনেতার।
  • শরীর বারবার জানান দিলেও তাকে হালকাভাবে নেওয়াই কাল হল সলমন খানের ভগ্নীপতি আয়ুশ শর্মার।
  • জানালেন তাঁর জীবনে পরিবর্তন ঠিক কতটা এসেছে এই ঘটনার পর সেকথাও।
Advertisement