shono
Advertisement
Vyjayanthimala

কিংবদন্তি অভিনেত্রী বৈজয়ন্তীমালার 'মৃত্যুসংবাদ', স্বস্তির খবর দিলেন অভিনেত্রীর ছেলে

বৈজয়ন্তীমালার মৃত্যুর খবরে শোরগোল বলিউডে! কী জানালেন ছেলে?
Published By: Sandipta BhanjaPosted: 05:41 PM Mar 07, 2025Updated: 08:00 PM Mar 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার। সিনেমা ইন্ডাস্ট্রির ব্যস্ত দিন। আচমকাই খবর, 'কিংবদন্তি অভিনেত্রী বৈজয়ন্তীমালা (Actor Vyjayanthimala) আর নেই!' স্বাভাবিকভাবেই প্রবীণ অভিনেত্রীর মৃত্যুর খবর রটতেই তোলপাড় দেশের বিনোদুনিয়া। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে, শেষমেশ মুখ খুলতে বাধ্য হন অভিনেত্রীর ছেলে সুচিন্দ্রা বালি। মায়ের মৃত্যুর খবর 'ভুয়ো' দাবি করে উড়িয়ে দিয়েছেন তিনি।

Advertisement

সোশাল মিডিয়ায় বৈজয়ন্তীমালাপুত্র অনুরাগীদের আশ্বস্ত করে জানান, তাঁর মা পুরোপুরি সুস্থ রয়েছেন। সুচিন্দ্রা বালা জানালেন, "ড. বৈজয়ন্তীমালা বালি সম্পূর্ণভাবে সুস্থ। এবং বাকি যা কিছু রটেছে মায়ের মৃত্যুর খবর বলে, সেগুলো সব ভুয়ো।" প্রসঙ্গত, ৯১ বছর বয়সি কিংবদন্তি নায়িকার মৃত্যুর খবরে মন ভেঙেছিল অনুরাগীদের। এবার বৈজয়ন্তীপুত্র স্বস্তির খবর দেওয়ায়তাঁদের মন্তব্য, 'নিন্দুক, শত্তুরদের মুখে ছাই দিয়ে তাঁর আয়ু আরও বেড়ে গেল।'

হিন্দি সিনেমার স্বর্ণযুগের এই অভিনেত্রীকে সম্প্রতি মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসেই চেন্নাইয়ের কলা প্রদর্শনীতে ভরতনাট্যম পরিবেশন করেছিলেন। তখনও তিনি বেশ সুস্থ ছিলেন। তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছে নবীন প্রজন্মও। পদ্মভূষণও পেয়েছেন অভিনেত্রী। কিংবদন্তি ধ্রুপদী নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত হওয়া সত্ত্বেও তাঁর অভিনয় মুগ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্মকে। 'দেবদাস' (১৯৫৫), 'নয়া দৌর' (১৯৫৭), 'মধুমতী' (১৯৫৮), 'জুয়েল থিফ' (১৯৬৭) এবং 'সঙ্গম' (১৯৬৪)-এর মতো সিনেমাগুলো ভোলার নয়। এবার আচমকাই বৈজয়ন্তীমালার মৃত্যুর ভুয়ো খবর রটায় শোরগোল পড়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার। সিনেমা ইন্ডাস্ট্রির ব্যস্ত দিন। আচমকাই খবর, 'কিংবদন্তি অভিনেত্রী বৈজয়ন্তীমালা আর নেই!'
  • স্বাভাবিকভাবেই প্রবীণ অভিনেত্রীর মৃত্যুর খবর রটতেই তোলপাড় দেশের বিনোদুনিয়া।
  • সুচিন্দ্রা বালি মায়ের মৃত্যুর খবর 'ভুয়ো' দাবি করে উড়িয়ে দিয়েছেন তিনি।
Advertisement