shono
Advertisement
Ridhima Ghosh

'জানো, ধীর তোমায় ...', মায়ের জন্মদিনে আবেগপ্রবণ ঋদ্ধিমা

৪ মার্চ অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের মায়ের জন্মদিন। এই বিশেষ দিনে আবেগপ্রবণ নায়িকা।
Published By: Utsha HazraPosted: 02:26 PM Mar 04, 2025Updated: 02:26 PM Mar 04, 2025


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ও তোমায় প্রতিদিন গুড মর্ণিং বলে, প্রতিদিন ফ্লাইং কিস দেয়...', মঙ্গলবার মনটা একেবারেই ভালো নেই অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের। ৪ মার্চ নায়িকার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ তারিখ। এ দিন নায়িকার মায়ের জন্মদিন। প্রত্যেক সন্তানের জীবনেই তাঁর মা-বাবার জন্মদিন স্পেশাল। তাই মায়ের জন্মদিনের সকালে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী।

Advertisement

প্রায় চার বছর হল মা-কে হারিয়েছেন ঋদ্ধিমা। তাই এই বিশেষ দিনগুলোয় আরও বেশি করে মা-কে মনে পড়ে তাঁর। ঋদ্ধিমা নিজেও এখন মা। ফলে সন্তানের সঙ্গে মায়ের যে নাড়ির টান সেটা আরও বেশি করে উপলব্ধি করেন। এ দিন সকালে একটি বিশেষ পোস্ট করলেন নায়িকা। এক দিকে ছেলে ধীরকে ধরে বসে রয়েছেন তিনি। আর অন্য দিকে মায়ের একটা বড় ছবি। প্রতিটি মুহূর্ত যে নিজের মা-কে মিস করেন ঋদ্ধিমা তা অভিনেত্রীর লেখাতেই স্পষ্ট।

তিনি লেখেন, "এমন একটাও দিন নেই যে তোমায় মনে পড়ে না। আমাদের জন্য যে ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করতে সেই প্রতিটি স্মৃতি এখনও টাটকা আমাদের মনে। ধীর তোমায় নানি বলে ডাকতে শুরু করেছে। ওর মধ্যেই আমি তোমায় খুঁজে পাই। তোমার ছবির দিকে তাকিয়ে ধীর ফ্লাইং কিস দেয়। হাত নাড়ে, গুড মর্ণিং বলে, গুড নাইট বলে। যেন মনে হয় তুমি ওর সামনেই আছো। আমাদের প্রতিটা মুহূর্তে তোমায় মনে পড়ে মা। আমরা খুবব ভালোবাসি। শুভ জন্মদিন।"

ছেলের জন্মের পর সে ভাবে কোনও সিনেমা বা ওয়েব সিরিজে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে কয়েক মাস একটি রান্নার শো সঞ্চালনা করেছিলেন ঋদ্ধিমা এবং গৌরব। কবে আবারও পর্দায় ফিরবেন নায়িকা? সেই উত্তর অবশ্য অধরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ও তোমায় প্রতিদিন গুড মর্ণিং বলে, প্রতিদিন ফ্লাইং কিস দেয়...', মঙ্গলবার মনটা একেবারেই ভালো নেই অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের।
  • ৪ মার্চ নায়িকার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ তারিখ। এ দিন নায়িকার মায়ের জন্মদিন। প্রত্যেক সন্তানের জীবনেই তাঁর মা-বাবার জন্মদিন স্পেশাল।
  • তাই মায়ের জন্মদিনের সকালে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী।
Advertisement