সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা দিন থেকেই সাফল্যের সঙ্গে 'ধুরন্ধর'-এর সঙ্গী হয়েছে বিতর্ক, সমালোচনা। সেই বিতর্কযজ্ঞে সম্প্রতি ঘৃতাহূতি করে ধ্রুব রাঠির এক বিস্ফোরক মন্তব্য। আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ছবির ট্রেলার দেখে কড়া ভাষায় নিন্দা করেছিলেন খ্যাতনামা ইনফ্লুয়েন্সার। এবার বক্স অফিসে যখন সেই সিনেমা বিজয়রথ ছোটাচ্ছে, তখন 'প্রোপাগান্ডা' ছবির তকমা সেঁটে সিনেমার ব্যবসা বন্ধ করার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন ধ্রুব। সেই প্রেক্ষিতেই এবার ইনফ্লুয়েন্সারকে পালটা 'ভিডিও মেকার' বলে বিদ্রুপ করে পরিচালক আদিত্য ধরের মন্তব্য, 'ছাব্বিশেও ধুরন্ধর সুনামি অব্যাহত থাকবে।' এখানেই অবশ্য থামেননি তিনি!
সোশাল পাড়ায় এক ইঙ্গিতপূর্ণ পোস্টে ধ্রুব রাঠির নামোল্লেখ না করে খোঁচা দেন আদিত্য। সেখানে উল্লেখ, "এক ভিডিও মেকার এই সিনেমা নিয়ে বেশ সমালোচনা শুরু করেছেন। তবে ভারতীয় সিনেমার ইতিহাস নতুন করে লেখা হচ্ছে। যে সমস্ত নারী-পুরুষের হৃদয়ে আগুন এবং দেশের প্রতি ভালোবাসা রয়েছে, তারাই নিজের দেশের গল্প মানুষের কাছে তুলে ধরতে চেয়েছেন। তবে সবকিছুর উর্ধ্বে গিয়ে জবাব দিয়েছে 'ধুরন্ধর'-এর স্বতঃস্ফূর্ত বক্স অফিস সাফল্য। যা আদতেই 'অর্গ্যানিক'। রিলিজের প্রথম সপ্তাহ থেকেই যারা 'কর্পোরেট বুকিং', ইত্যাদি... বলে গলা ফাটাচ্ছিলেন, তারা এখন চুপ! সম্প্রতি একজন ভিডিও নির্মাতা ধুরন্ধর-এর সমালোচনা করার চেষ্টা করেছিলেন। কিন্তু পালটা তার বিরুদ্ধেই সমালোচনার ঝড় বয়ে গেছে। কারণ ধুরন্ধর শুধু সিনেমা নয়, আজ এক উন্মাদনায় পরিণত হয়েছে। যে বা যারা এই সাফল্যের রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে, তাদেরও ভাসিয়ে নিয়ে যাবে এই ছবি। আর এই ধুরন্ধর সুনামি ছাব্বিশ সালেও অব্যহত থাকবে।"
যদিও এই পোস্টে কোথাও ধ্রুব রাঠির নামোল্লেখ করা হয়নি, তবে ভিডিও মেকার বলে যে তাঁকেই খোঁচা দিয়েছেন 'ধুরন্ধর' পরিচালক, তা আর বলার অপেক্ষা রাখে না। ঠিক কী বলেছিলেন ধ্রব, যা নিয়ে এত হইচই? শনিবার এক্স হ্যান্ডেলে ইনফ্লুয়েন্সার লেখেন, “এই ৩০০ কোটির প্রোপাগান্ডা সিনেমাকে ধূলিসাৎ করার জন্য একটা ইউটিউব ভিডিওই যথেষ্ট। আর আমি নিশ্চিত করে বলছি যে এই ভিডিওটা দেখার পর ‘ধুরন্ধর’ নিয়ে আপনার অত্যন্ত খারাপ ধারণা জন্মাবে।” সেখানেই নির্মাতাদের প্রতি তোপ দেগে ধ্রুবের সংযোজন, “ওঁরা এই ভিডিওটার জন্য প্রস্তুত নন।" এরপর কথামতো শনিবার নিজস্ব ইউটিউব চ্যানেলে ওই ভিডিও রিলিজ করেন ধ্রুব। তারপর থেকেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে খ্যাতনামা ইনফ্লুয়েন্সারকে।
