shono
Advertisement
Dev

দেবকে পাশে বসিয়ে গান ধরলেন আদৃত, ব্যাপারটা কী ?

সোশাল মিডিয়ায় ভাইরাল দেব ও আদৃতের ভিডিও।
Published By: Akash MisraPosted: 02:41 PM May 22, 2024Updated: 02:41 PM May 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই সোশাল মিডিয়ায় ভাইরাল দেব ও আদৃতের একটা পুরনো ভিডিও। যা দেখে নেটিজেনরা কিন্তু আনন্দে আত্মহারা। এক ফ্রেমে টেলিভিশনের হার্টথ্রব 'উচ্ছেবাবু'। তো অন্যদিকে, টলিউডের সুপারস্টার। এক ফ্রেমেতেই যে ম্যাজিক রয়েছে, তার প্রমাণ অনুরাগীদের মন্তব্যেই।

Advertisement

এই ভাইরাল ভিডিও কী রয়েছে?

ভিডিওতে দেখা গিয়েছে, দেবকে পাশে বসিয়ে চ্যালেঞ্জ ছবির গান গাইছেন আদৃত। আদৃতের গলায় গান শুনে একেবারে আপ্লুত দেব। নিজে হাতেই ধরলেন মাইক। প্রথম থেকেই দেবের ফ্যান আদৃত। প্রিয় নায়কের সামনে, তাঁরই ছবির গান গাইতে পেরে দারুণ খুশি আদৃতও।

[আরও পড়ুন: ভোট প্রচারে সায়নীর ‘ডিম টোস্ট’, রান্নায় করলেন কামাল]

শোনা যাচ্ছে, ভোটের পরই নাকি কোমর বেঁধে এই ছবির প্রস্তুতিতে নেমে পড়বেন দেব। আর এই বড় এলোমেলো চুলই রঘু ডাকাত হয়ে ওঠার প্রথম পদক্ষেপ! টলিপাড়ার সূত্রের খবর, নভেম্বর থেকেই জোর কদমে কাজ শুরু করবেন পরিচালক ধ্রুব ও দেব। শোনা যাচ্ছে, এসভিএফ-এর সঙ্গে নাকি ছবির সহ-প্রযোজনা করবেন দেব স্বয়ং।

অন্যদিকে, আদৃতকে আগামিতে দেখা যাবে ‘পাগল প্রেমী’ ছবিতে। এসভিএফের প্রযোজনায় তৈরি অভিরূপ ঘোষের এই ছবিতে আদৃতের নায়িকা নবাগতা মুনমুন।

[আরও পড়ুন: প্রথম স্ত্রীকে ধর্ষণের দৃশ্য ট্রাম্পের বায়োপিকে! কান উৎসবে ছবি প্রদর্শিত হতেই তুমুল বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসভিএফের প্রযোজনায় তৈরি অভিরূপ ঘোষের এই ছবিতে আদৃতের নায়িকা নবাগতা মুনমুন।
  • ভিডিওতে দেখা গিয়েছে, দেবকে পাশে বসিয়ে চ্যালেঞ্জ ছবির গান গাইছেন আদৃত।
Advertisement