shono
Advertisement
Salman Khan-Pawan Singh

সলমনের সঙ্গে হাত মেলাতেই খুনের হুমকি দিচ্ছে বিষ্ণোই গ্যাং! পুলিশের দ্বারস্থ 'ভীত' পবন সিং

সলমনের সঙ্গে হাত মিলিয়ে মহাফাঁপড়ে! পুলিশের কাছে জোড়া অভিযোগ দায়ের ভোজপুরী তারকার।
Published By: Sandipta BhanjaPosted: 07:30 PM Dec 08, 2025Updated: 07:46 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "ফের সলমন খানের (Salman Khan) সঙ্গে মঞ্চে দেখলেই চরম পরিণতি ভুগতে হবে" , ভোজপুরী তারকা পবন সিংকে (Pawan Singh) হুমকি। অভিযোগের তীর বিষ্ণোই গ্যাংয়ের দিকে। গায়ক-অভিনেতা জানিয়েছেন, সলমনের সঙ্গে 'বিগ বস'-এর মঞ্চ ভাগ করে নেওয়ার পরই অজ্ঞাতপরিচয় ব্যক্তির তরফে লাগাতার হুমকিফোন পাচ্ছেন তিনি। ঘটনার জেরে মুম্বই পুলিশের দ্বারস্থ হয়ে জোড়া অভিযোগ দায়ের করেছেন পবন সিং।

Advertisement

সম্প্রতি 'বিগ বস'-এর মঞ্চে হাজির হয়েছিলেন ভোজপুরী তারকা। সেখানে সলমনের হাত ধরে মাথা নুইয়ে অভিবাদন জানাতে দেখা যায় তাঁকে। বলিউড সুপারস্টারের উদ্দেশে পবন সিং বলেন, স্যর, মন থেকে বলছি, আমি আপনাকে ভাই বলে সম্বোধন করতে চাই। আমি আপনার খুব বড় ভক্ত। আজ প্রথমবার আপনার সামনে দাঁড়ানোর সৌভাগ্য হল। এ আমার জীবনের পরমপ্রাপ্তি।" আর এতেই নাকি মহাবিপাকে পড়েছেন পবন। বলিউড মাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, "যেসমস্ত হুমকিফোন পাচ্ছি, সেগুলো কখনও মুম্বই, কখনও বিহারের নম্বর থেকে আসছে। আমার কাছে টাকাপয়সাও চাওয়া হচ্ছে। এমনকী আমাকে হুমকি দেওয়া হয়েছে, ভবিষ্যতে যেন কোনওদিন সলমন খানের সঙ্গে মঞ্চে না দাঁড়াই।"

ঘটনার জেরে মুম্বই পুলিশের দ্বারস্থ হয়ে জোড়া অভিযোগ দায়ের করেছেন ভোজপুরী তারকা। আর এই দুটি অভিযোগই জমা পড়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার অ্যান্টি এক্সটরশন সেলে। এমনকী যাঁরা পবনের কাজের সঙ্গে যুক্ত তাঁদের ফোনেও হুমকিবার্তা পৌঁছেছে বলে খবর। সোমবার মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার দীক্ষিত গেদাম সংশ্লিষ্ট ইস্যুতে জানান, "পবন সিংয়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর যথাযথ পদক্ষেপ করা হবে।" যদিও হুমকিফোনের বিষয়ে বিষ্ণোই গ্যাংয়ের তরফে সিলমোহর বসানো হয়নি, তবে এই প্রথম নয়। এর আগেও সলমন ঘনিষ্ঠদের প্রাণে মারার হুমকি দিয়েছে এই নিষিদ্ধ গোষ্ঠী। তার মধ্যে অন্যতম উদাহরণ বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড।

উল্লেখ্য, অতীতে একাধিকবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেয়েছে পবনের নাম। এমনকী, সহকর্মী গায়িকাকে অশ্লীলভাবে স্পর্শের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে এবার নিজেই মহাফাঁপড়ে পড়েছেন গায়ক-অভিনেতা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • "ফের সলমন খানের সঙ্গে মঞ্চে দেখলেই চরম পরিণতি ভুগতে হবে" , ভোজপুরী তারকা পবন সিংকে হুমকি।
  • অভিযোগের তীর বিষ্ণোই গ্যাংয়ের দিকে।
  • মুম্বই পুলিশের দ্বারস্থ হয়ে জোড়া অভিযোগ দায়ের করেছেন পবন সিং।
Advertisement