shono
Advertisement
Dharmendra

'ইক্কিস দেখুক ভারত-পাকিস্তান', জীবনের শেষ দিনের শুটিংয়ে কী বলেন ধর্মেন্দ্র? প্রকাশ্যে ভিডিও

শেষ ছবিতে দুই দেশকে মিলিয়ে দেওয়ার বার্তা দেন ধর্মেন্দ্র?
Published By: Sandipta BhanjaPosted: 08:09 PM Dec 08, 2025Updated: 08:09 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ ডিসেম্বর, সোমবার ধুমধাম করে নব্বই বছরের জন্মদিন পালন করার কথা ছিল ধর্মেন্দ্রর। কিন্তু নব্বইয়ের ঘরে পা রাখার আগেই গত ২৪ নভেম্বর চিরঘুমের দেশে পাড়ি দেন বলিউডের 'হি ম্যান'। প্রয়াত অভিনেতার অনুরাগীদের আবেগের কথা মাথায় রেখে সোমবার দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রর ফার্মহাউসের দরজা খুলে দেওয়া হয়েছিল আমজনতার জন্য। এদিন সকাল থেকেই প্রয়াত 'হি ম্যানে'র স্মৃতিচারণা ভিড় করেছে নেটভুবনে। এমন আবহে চর্চায় ধর্মেন্দ্রর জীবনের শেষ দিনের শুটিংয়ের ভিডিও। 'ইক্কিস'-এর সেট থেকে দর্শকদের জন্য এক বিশেষ বার্তা দিয়েছিলেন প্রবীণ অভিনেতা। ধর্মেন্দ্রর জন্মদিনের আবহে সেই ভিডিওই শেয়ার করা হল টিমের তরফে।

Advertisement

'হি ম্যানে'র প্রয়াণের পর থেকেই নেটভুবনে চর্চিত তাঁর অন্তিম সিনেমা 'ইক্কিস'। এমন আবহে প্রয়াত অভিনেতার জন্মদিনে সিনেনির্মাতাদের শ্রদ্ধাঞ্জলি স্বরূপ প্রকাশ্যে এল তাঁর অন্তিম দিনের শুটিংয়ের ভিডিও। যেদিন জীবনে শেষবারের মতো লাইট-ক্যামেরা, অ্যাকশনের মুখোমুখি হয়েছিলেন ধর্মেন্দ্র, সেদিন সেটে প্রবীণ অভিনেতাকে নিয়ে এক বিশেষ ভিডিও শুট করা হয়। সেখানেই ধর্মেন্দ্রকে বলতে শোনা গেল, "ম্যাডকস ফিল্মসের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি। এই টিমের ক্যাপটেন শ্রীরামজি (শ্রীরাম রাঘবন) খুব দক্ষ হাতে সিনেমাটা তৈরি করেছেন। আমার মনে হয়, ভারত-পাকিস্তান উভয় দেশের দর্শকমহলেরই ইক্কিস দেখা উচিত। আজ যেহেতু শুটিংয়ের শেষ দিন তাই আনন্দের পাশাপাশি আমার খুব দুঃখও হচ্ছে। তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইল। আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিও।"

প্রসঙ্গত, শ্রীরাম রাঘবন পরিচালিত একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। আগামী ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে চলেছে 'ইক্কিস'। ধর্মেন্দ্রর জীবনের শেষ সিনেমা। অতঃপর অনুরাগীরা যে সেই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন, তা বলাই বাহুল্য। তার প্রাক্কালে ধর্মেন্দ্রর ভিডিওয় দুই দেশকে মিলিয়ে দেওয়ার বার্তায় চোখ ভিজল ভক্তদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'হি ম্যানে'র প্রয়াণের পর থেকেই নেটভুবনে চর্চিত তাঁর অন্তিম সিনেমা 'ইক্কিস'।
  • ধর্মেন্দ্রর জন্মদিনে সিনেনির্মাতাদের শ্রদ্ধাঞ্জলি স্বরূপ প্রকাশ্যে এল তাঁর অন্তিম দিনের শুটিংয়ের ভিডিও।
  • ধর্মেন্দ্রর ভিডিওয় দুই দেশকে মিলিয়ে দেওয়ার বার্তা দেখে চোখ ভিজল ভক্তদের।
Advertisement