সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই বাইরের আবহাওয়া চরমভাবাপন্ন। তায় আবার মিয়া খালিফার বোল্ড মেজাজ! শীত জাঁকিয়ে বসতেই ধু-ধু প্রান্তরের মাঝে বসে স্বল্পবসনা মিয়ার দুষ্টু ডাক, 'কফি খাবে?' আর সেই হাতছানিতে তোলপাড় নেটভুবন!
পরনে কফি রঙের পশমের শ্রাগস। হাতে রং মিলান্তি গ্লাভস। চোখে রোদচশমা। আর সানগ্লাসের ফ্রেমও কফি রঙের। পায়ের মোজাও তাই। আর এমন অবতারেই নেটভুবনে উষ্ণতার পারদ চড়ালেন মিয়া খলিফা। কোনও ফ্রেমে কফি কাপ হাতে উল্লাসে মাততে দেখা গেল তাঁকে। তো কোনও ফ্রেমে বা আবার শরীর থেকে তাঁর পোশাক খোলার জোগাড়! একফ্রেমে আবার ক্যামেরার দিকে পিছন ফিরে অন্তর্বাস খুলতে দেখা গেল মিয়াকে। আর তাতেই পুরুষকুলের হৃদয়ে ঝড়। কেউ সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন, তো কেউ বা আবার মিয়াকে ফের পর্নদুনিয়ার রাতরানি হিসেবে দেখার ইচ্ছেপ্রকাশ করলেন। সবমিলিয়ে গত দু'দিনে মিয়া-ময় সোশাল পাড়া।
লেবাননের বেইরুটে জন্মানো মিয়া খালিফা ২০১৪ সালে পর্ন ছবির দুনিয়ায় প্রবেশ করেন। মাত্র তিন মাস পর্নদুনিয়ায় ছিলেন মিয়া খলিফা। তাতেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। বহুদিন আগেই পর্নদুনিয়া থেকে অবসর নিয়েছেন। কিন্তু তাতেও মিয়ার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। বরং এখনও প্রথম সারির পর্ন স্টারের তালিকায় তাঁকে রাখা হয়। এখন অবশ্য মিয়া সোশ্যাল মিডিয়াতেই নানা ছবি-ভিডিও আপলোড করেন। এবারও শীত জাঁকিয়ে বসতেই তেমনই খোলামেলা অবতারে ধরা দিয়েছিলেন প্রাক্তন পর্ন অভিনেত্রী।
