shono
Advertisement
Priyanka Chopra

হলিউড কিংবদন্তিদের সঙ্গে গোল্ডেন গ্লোব সঞ্চালনায় প্রিয়াঙ্কা, দেশি গার্ল এবার সত্যিই 'গ্লোবাল'

জর্জ ক্লুনি, জুলিয়া রবার্ট-সহ আর কাদের সঙ্গে মঞ্চ মাতাবেন প্রিয়াঙ্কা চোপড়া?
Published By: Sandipta BhanjaPosted: 12:05 PM Jan 09, 2026Updated: 02:06 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কারের পাশাপাশি ফি বছর গোল্ডেন গ্লোব পুরস্কারের দিকে নজর থাকে সিনেপ্রেমীদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। আগামী রবিবার ৮৩তম গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে পশ্চিমী বিনোদুনিয়া। আর সেই অনুষ্ঠানেই গুরুদায়িত্ব পড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra)। খবর, জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টদের মতো কিংবদন্তি হলিউড তারকাদের সঙ্গে এবারের গোল্ডেন গ্লোব উপস্থাপনার দায়িত্বে দেশি গার্ল।

Advertisement

বৃহস্পতিবার ভোররাতে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষের তরফে তারকা সঞ্চালকদের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। চলতিবারে গোল্ডেন গ্লোব অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে একঝাঁক হাইপ্রোফাইল সেলেবদের দেখা যাবে। সেই তালিকাতেই জর্জ ক্লুনি, জুলিয়া রবার্ট, পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, স্নুপ ডগদের সঙ্গে জ্বলজ্বল করছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। যা নিঃসন্দেহে ভারতের জন্য গর্বের বিষয়। কারণ এইপ্রথম কোনও ভারতীয় ব্যক্তিত্ব গোল্ডেন গ্লোব সঞ্চালনার দায়িত্ব পেলেন। অতঃপর দেশি গার্ল যে বর্তমানে প্রকৃত অর্থে 'গ্লোবাল আইকন' হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। সদ্য 'দ্য ব্লাফ'-এর জলদস্যু অবতারে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা। এমন আবহে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষের এহেন ঘোষণা যে দেশি গার্লের ভক্তশিবিরে অতিরিক্ত উন্মাদনার পারদ চড়াল, তা বলাই বাহুল্য।

২০১৭ সালে গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে প্রথমবার পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর ২০২০ সালে দ্বিতীয়বার তাঁকে দেখা যায় সংশ্লিষ্ট অনুষ্ঠানে। এবার বছর ছয়েক বাদে সংশ্লিষ্ট অনুষ্ঠানেই বড় দায়িত্ব পেলেন অভিনেত্রী। এছাড়াও ৮৩তম গোল্ডেন গ্লোবে অংশ নিচ্ছেন আমান্ডা সাইফ্রেড, আয়ো এডেবিরি, চার্লি এক্সসিএক্স, ক্রিস পাইন, কনর স্টোরি, কোলম্যান ডোমিঙ্গো, ডাকোটা ফ্যানিং, ডেভ ফ্রাঙ্কো, ডায়ান লেন, হাডসন উইলিয়ামস, হেইলি স্টেইনফেল্ড, জেসন ব্যাটম্যান, জো কেরি, জুড অ্যাপাটো, জাস্টিন হার্টলি, ক্যাথরিন হান, কিগান-মাইকেল কি, কেভিন বেকন এবং কেভিন হার্টদের মতো একঝাঁক খ্যাতনামা তারকা। উল্লেখ্য, গোল্ডেন গ্লোব অনুষ্ঠানটি সোমবার সকালে ভারতেও দেখা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী রবিবার ৮৩তম গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে পশ্চিমী বিনোদুনিয়া।
  • সেই অনুষ্ঠানেই গুরুদায়িত্ব পড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার।
  • খবর, জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টদের মতো কিংবদন্তি হলিউড তারকাদের সঙ্গে এবারের গোল্ডেন গ্লোব সঞ্চালনা করবেন দেশি গার্ল।
Advertisement