shono
Advertisement
Tara Sutaria-Veer Pahariya Break Up

কনসার্টে এপি ধিলোঁর সঙ্গে 'মাখামাখি'ই কাল! তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙলেন বীর পাহাড়িয়া

জনসমক্ষে প্রেমিকার চুমু-কাণ্ডে অস্বস্তিতে বীর। বিচ্ছেদের খবরে উত্তাল বলিউড!
Published By: Sandipta BhanjaPosted: 10:21 AM Jan 09, 2026Updated: 12:44 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের কনসার্টে এপি ধিলোঁর সঙ্গে ঘনিষ্ঠতাই কাল? তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে ইতি টানলেন বীর পাহারিয়া (Tara Sutaria-Veer Pahariya Break Up)। বলিউডের নবীন প্রজন্মের তারকাজুটিদের মধ্যে বেশ জনপ্রিয় বীর-তারা। করিশ্মা-করিনাদের তুতো ভাই আদর জৈনের সঙ্গে সম্পর্ক ভাঙার মাসখানেক বাদে ফলাও করে বীর পাহাড়িয়ার সঙ্গে মাখোমাখো রসায়নের কথা প্রকাশ্যে এনেছিলেন তারা। সম্প্রতি নায়িকার বাড়ির এলাহি ক্রিসমাস পার্টিতেও দেখা গিয়েছিল বীরকে। কিন্তু এপি ধিলোঁর কনসার্ট কাণ্ডের পরই সব চুপ! এবার খবর, তারকাজুটি নাকি সম্পর্কে ইতি টেনেছেন।

Advertisement

যদিও প্রেম ভাঙার বিষয়টি কাকপক্ষীতেও টের পেতে দেননি বীর-তারা, তবে এসব খবর কি আর চাপা থাকে? বৃহস্পতিবার রাতেই 'ধূমকেতু'র মতো বলিউডে আছড়ে পড়ে জাহ্নবী কাপুরের বোন খুশির সঙ্গে বেদাঙ্গ রায়নার বিচ্ছেদের খবর। তার ঘণ্টাখানেক যেতে না যেতেই শোনা যায়, জাহ্নবীর 'হবু দেওর' বীর পাহাড়িয়াও নাকি তারার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। স্বাভাবিকভাবেই জোড়া বিচ্ছেদের গুঞ্জনে বর্তমানে উত্তাল বলিউড! তবে খুশি-বেদাঙ্গের মতো আচমকাই সম্পর্কে ইতি টানেননি তাঁরা। নেপথ্যে শোনা যাচ্ছে, ধিলোঁর কনসার্টে 'টক্সিক' নায়িকার বেশি মাখামাখিই নাকি কাল হয়েছে!

দিন কয়েক আগেই এপি ধিলোঁর মুম্বইয়ের অনুষ্ঠান থেকে ভাইরাল হয়েছিল বেশ কিছু ছবি-ভিডিও। যেখানে গায়কের সঙ্গে তারা সুতারিয়াকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ধিলোঁ যখন মঞ্চে তারাকে জাপটে ধরে চুমু খাচ্ছিলেন, তখন দর্শকাসনে থাকা প্রেমিক 'বেচারা' বীর হতভম্ব হয়ে যান। প্রেমিকার কাণ্ডে খানিক অস্বস্তিতেও পড়েন তিনি! সেই অভিব্যক্তির ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়েও কম চর্চা হয়নি নেটপাড়ায়। শোনা যায়, কনসার্টের মাঝে জনসমক্ষেই ধিলোঁর সঙ্গে তারা সুতারিয়ার এহেন মাখামাখি পছন্দ হয়নি বীর পাহাড়িয়ার। যদিও সেই ত্বত্ত্ব ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বন্ধু ওরি। তবে তাতেও চিঁড়ে ভেজেনি। এবার গুঞ্জন, নীরবেই একে-অপরের থেকে দূরে সরে গিয়েছেন বীর-তারা। যদিও অনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করেননি তাঁরা, তবে যাহা রটে তাহার কিছুটা হলেও তো বটে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বইয়ের কনসার্টে এপি ধিলোঁর সঙ্গে ঘনিষ্ঠতাই কাল?
  • তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে ইতি টানলেন বীর পাহারিয়া।
  • ধিলোঁ যখন মঞ্চে তারাকে জাপটে ধরে চুমু খাচ্ছিলেন, তখন দর্শকাসনে থাকা প্রেমিক 'বেচারা' বীর হতভম্ব হয়ে যান।
Advertisement