shono
Advertisement
Abhishek and Aishwarya Rai Bachchan

পরনে রংমিলান্তি পোশাক, বিচ্ছেদ জল্পনা উড়িয়ে অনুষ্ঠানে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য

স্ত্রীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেও দেখা গিয়েছে বচ্চনপুত্রকে।
Published By: Sayani SenPosted: 10:06 AM May 18, 2025Updated: 10:10 AM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসেই ছিল তাঁদের বিবাহবার্ষিকী। সোশাল মিডিয়ায় আদুরে ছবি পোস্ট করেছিলেন ঐশ্বর্য। সেই ছবিই ছিল নিন্দুকদের সপাট জবাব। তার মাত্র কয়েকদিন পর ফের ভাইরাল আরও একটি ভিডিও। যেখানে রংমিলান্তি পোশাকে দেখা গেল অভিষেক ও ঐশ্বর্যকে। সঙ্গে রয়েছে মেয়ে আরাধ্যাও। স্ত্রীর দিকে প্রায় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেও দেখা গিয়েছে বচ্চনপুত্রকে।

Advertisement

জানা গিয়েছে, মুম্বইতে কারও বিয়েবাড়িতে গিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্য। মেয়ে সবসময়ের সঙ্গী প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরীর। তাই এই অনুষ্ঠানেও মেয়েকে পাশে দেখা গিয়েছে তাঁর। ভিডিওতে একই রঙের পোশাকে দেখা গিয়েছে সকলকে। ভিডিওতে দেখা গিয়েছে,রাহুল বৈদ্য গান করছেন। 'বাবলি অর বান্টি' ছবির সেই জনপ্রিয় 'কাজরা রে' গানটি গাইছেন তিনি। ওই গানেই তালে তালে নাচছেন ঐশ্বর্য। তাতে মাঝেমধ্যে সঙ্গত দিচ্ছে মেয়ে আরাধ্যা। তবে অভিষেকের নজর স্ত্রীর দিকে। হাসিমুখে অপলক দৃষ্টিতে স্ত্রীকে দেখলেন। হাততালি দিলেন। চোখে চোখও পড়ল দু'জনের। তখন পালটা লাজুক হাসি হাসেন অভিষেক ঘরনি।

প্রসঙ্গত, গত ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক-ঐশ্বর্য। ২০১১ সালে বচ্চন পরিবারের আসে নতুন সদস্য। ঐশ্বর্যর কোল আলো করে আরাধ্যা। কয়েক বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে ওঠে বি টাউন। বলিপাড়ার অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল মনখারাপ করা খবর। কখন শোনা গিয়েছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না ঐশ্বর্য, সে কারণেই নাকি বিচ্ছেদের সম্পর্ক। আবার কেউ কেউ দাবি করতেন, শাশুড়ি নয়। অভিষেকের সঙ্গেই নাকি ঐশ্বর্যর মতবিরোধ সবচেয়ে বেশি। তাই জীবনের পথ আলাদা হতে চলেছে তাঁদের। একাধিক অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায়নি তাঁদের। শুধুমাত্র মেয়ে আরাধ্যার সঙ্গে দেখা গিয়েছে ঐশ্বর্যকে। টানাপোড়েনের মাঝে বিবাহবার্ষিকীর মিষ্টি পোস্টের পর মুম্বইয়ের অনুষ্ঠানে একসঙ্গে যোগদান যে বিচ্ছেদ জল্পনায় জল ঢেলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিচ্ছেদ জল্পনা উড়িয়ে অনুষ্ঠানে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য।
  • সকলের পরনে রংমিলান্তি পোশাক।
  • স্ত্রীর দিকে প্রায় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেও দেখা গিয়েছে বচ্চনপুত্রকে।
Advertisement