shono
Advertisement

প্রথমবার পর্দায় রানি-অক্ষয়ের যুগলবন্দি, খিলাড়ির কোন জনপ্রিয় ছবির সিক্যুয়েলে দেখা যাবে নায়িকাকে?

নতুন বছরে কোন ছবিতে প্রথম পর্দা ভাগ করবেন দু'জনে?
Published By: Arani BhattacharyaPosted: 08:54 PM Jan 02, 2026Updated: 08:55 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার পর্দা ভাগ করবেন রানি মুখোপাধ্যায় ও বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার। নতুন বছরের শুরুতেই এই খবর ছড়িয়ে পড়েছে। রানি বা অক্ষয়ের ছবি থেকে এক আলাদা প্রত্যাশা সবসময় থাকে দর্শকের। এবারও তা নিয়ে একইরকম প্রত্যাশা তৈরি হয়েছে সকলের। তাতে এতটুকু ভাঁটা পড়েনি। তবে একইসঙ্গে অনেকেই ভাবছেন যে ঠিক কোন ছবিতে নতুন বছরে জুটি বাঁধবেন তাঁরা? শোনা যাচ্ছে, অক্ষয়ের জনপ্রিয় ছবি 'ওএমজি' এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি আসছে নতুন বছরেই। আর সেখানেই নাকি দেখা যাবে অক্ষয়-রানির যুগলবন্দি।

Advertisement

এমনিতেই এই জনপ্রিয় ছবির পরের অংশ নিয়ে একইরকম প্রত্যাশা থাকে দর্শকের। এবারও তার ব্যতিক্রম নয়। বহু দিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে অক্ষয়ের জনপ্রিয় ছবি 'ওএমজি'-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে নানা জল্পনা ছিলই। তার সঙ্গে যদি এবার এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে এই ছবির হাত ধরেই প্রথমবার পর্দা ভাগ করবেন রানি ও অক্ষয়। 'ওএমজি' এবং 'ওএমজি ২'-এর জনপ্রিয়তার পর নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে নানা খবর সামনে আসতেই দর্শক নতুন ছবি নিয়ে হঠাৎই উন্মাদনায় ভেসেছেন। তবে শুধুই দর্শক-অনুরাগীরাই নন, একইসঙ্গে নির্মাতারাও এই ছবি ঘিরে বেশ আশাবাদী হচ্ছেন। আর তার একটাই কারণ, তা হল বলিউডের হেভিওয়েট দুই অভিনেতা-অভিনেত্রীর একসঙ্গে পর্দাভাগ করে নেওয়া। শোনা যাচ্ছে, এই ছবি নিয়ে অক্ষয়ের নিজেরও বহু পরিকল্পনা রয়েছে। প্রথম দুই ছবির তুমুল জনপ্রিয়তার পর তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে তা অব্যাহত রাখতে কোনওরকম খামতি চান না তিনিও।

বলিউড সংবাদমাধ্যম সূত্রে যানা যাচ্ছে, ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকেই নাকি শুরু হবে 'ওএমজি ৩' ছবির শুটিং। বলে রাখা ভালো 'ওএম জি' ও 'ওএম জি ২' ছবি দু'টি মুক্তি পেয়েছিল যথাক্রমে ২০১২ ও ২০২৩ সালে। দু'টি ছবিই দর্শকমহলে বহুল প্রশংসিত হয়েছিল। এবার নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে এই ছবির তৃতীয় ফ্র্যাঞ্চাইজির জন্য অপেক্ষার প্রহর শুরু করেছেন দর্শক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement