shono
Advertisement
Will Smith

পুরুষ সহশিল্পীকে শারীরিক হেনস্তা, যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল উইল স্মিথের

হোটেলের ঘরে টিমের পুরুষ সদস্যকে যৌনহেনস্তা স্মিথের! চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় হলিউড।
Published By: Sandipta BhanjaPosted: 11:01 AM Jan 02, 2026Updated: 01:08 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল উইল স্মিথের (Will Smith)। অভিনেতা-ব়্যাপারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে মামলা দায়ের করলেন পুরুষ সহশিল্পী ব্রায়ান কিং জোসেফ। খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পশ্চিমী বিনোদুনিয়া।

Advertisement

হলিউড মাধ্যম সূত্রে খবর, 'বেসড অন আ ট্রু স্টোরি ২০২৫' ট্যুরে স্মিথের সফরসঙ্গী ছিলেন বেহালাবাদক ব্রায়ান কিং জোসেফ। সেই ট্যুরেই নাকি সহশিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন অভিনেতা-ব়্যাপার। লস অ্যাঞ্জেলেসের আদালতে দায়ের করা মামলায় জোসেফ জানান, ঘটনাটি ঘটেছে পঁচিশ সালের মার্চ মাসে। যখন তাঁরা লাস ভেগাসে ছিলেন। স্মিথের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করা ওই বেহালাবাদক দাবি করেছেন যে, ট্যুরের মাঝে একদিন হোটেলে ফিরে তিনি টের পান বিনা অনুমতিতে কেউ তাঁর ঘরে ঢুকেছিল। শুধু তাই নয়, ঘরে রাখা ছিল যৌন ইঙ্গিতপূর্ণ নানা বার্তা, ওয়াইপস, একটি বিয়ারের বোতল এবং জনৈক ব্যক্তিকে প্রেসক্রাইব করা এইচআইভির কিছু ওষুধ আর হাসপাতালের কিছু নথিপত্র। তার সঙ্গে হাতে লেখা একটি চিঠি। যেখানে লেখা ছিল- "ব্রায়ান, আমি আর দেরি না করে ৫:৩০ টায় ফিরে আসব। শুধু আমরাই থাকব তখন।"

ঘটনার পরই জোসেফ তড়িঘড়ি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং গোটা বিষয়টি খুলে বলেন। পালটা জোসফকে জানানো হয়, ওই হোটেল রুম স্মিথের টিমের পক্ষ থেকেই বুক করা হয়েছে। আর ওই ঘরে শুধু স্মিথের টিমের লোকেদেরই প্রবেশের অনুমতি রয়েছে। এরপর জোসেফ হলিউড তারকার টিমের সদস্যদেরও বিষয়টা জানিয়ে সতর্ক করেন। তবে পরেরদিনই জানতে পারেন, তাঁকে উইল স্মিথের টিম থেকে বের করে দেওয়া হয়েছে। প্রথমটায় জোসেফকে বলা হয়েছিল, ট্যুরের গন্তব্য বদল হয়েছে। তাই এহেন সিদ্ধান্ত। তবে পরে তিনি জানতে পারেন, তাঁর পরিবর্তে অন্য এক বেহালাবাদককে টিমে আনা হয়েছে। এদিকে ট্যুরের মাঝখানেই চাকরি চলে যাওয়ায় আর্থিক লোকসানের মুখে পড়তে হয় বেহালাবাদক ব্রায়ান কিং জোসেফকে। এখানেই শেষ নয়!

আদালতের কাছে জোসেফ দাবি করেন,'বেসড অন আ ট্রু স্টোরি ২০২৫' চলাকালীন স্মিথ তাঁর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন এবং একদিন হলিউড অভিনেতা এও বলেন যে, "আমাদের মধ্যে এমন একটি বিশেষ সম্পর্ক রয়েছে, যা আমার অন্য কারও সঙ্গে নেই।" জোসেফের দাবি, স্মিথ তাঁকে আরও যৌনশোষণ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই বিষয়টি জানাজানি হওয়ায় স্মিথের টিমের সদস্যরা তাঁকে শাসানি দেন এবং চাকরি থেকে বের করে দেন। সেই মর্মেই লস অ্যাঞ্জেলেসের আদালতে উইল স্মিথের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তাঁর পুরুষ সহশিল্পী ব্রায়ান কিং জোসেফ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরের শুরুতেই যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল উইল স্মিথের।
  • অভিনেতা-ব়্যাপারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে মামলা দায়ের করলেন পুরুষ সহশিল্পী ব্রায়ান কিং জোসেফ।
Advertisement