shono
Advertisement
Ranveer-Deepika

নিউ ইয়র্কে 'ধুরন্ধর' রণবীরকে দেখে ছেঁকে ধরলেন মহিলা ভক্তরা, কী করলেন দীপিকা?

রাতের নিউ ইয়র্কে কী কাণ্ড ঘটল?
Published By: Sandipta BhanjaPosted: 12:31 PM Jan 02, 2026Updated: 02:23 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক মাস ধরেই বক্স অফিসে রাজত্ব করছে 'ধুরন্ধর'। জাতীয় স্তরের পাশাপাশি বিশ্বব্যাপী হাজার কোটির বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। ঝকঝকে মার্কশিট হাতে রণবীর সিংও তাঁর মন্দা কেরিয়ারের মোড় ঘুরিয়েছেন। আর পঁচিশ সালের বক্স অফিসের 'ফার্স্ট বয়'কে এখন ততোধিক চর্চা নেটভুবনজুড়ে। এবার নিউ ইয়র্কে বর্ষবরণের ছুটি কাটাতে গিয়ে খ্যাতির বিড়ম্বনায় পড়তে হল রণবীর সিংকে!

Advertisement

সম্প্রতি মুম্বই থেকে নিউ ইয়র্কে উড়ে গিয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। সেখানে বড়দিন উদযাপনের পর বিদেশের মাটিতেই ছাব্বিশ সালকে স্বাগত জানালেন তারকাদম্পতি। দিন কয়েক ধরেই নিউ ইয়র্কের ইতি-উতি থেকে রণবীর-দীপিকার ছুটি কাটানোর বিভিন্ন ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভিড় করেছে। কখনও ব্যাক স্ট্রিট বয়েজ-এর কনসার্ট উপভোগ করতে দেখা গিয়েছে তাঁদের তো কখনও বা আবার সেলিব্রিটি শেফ বিকাশ খান্নার সঙ্গে হেঁশেলে মোদক বানিয়েছেন জুটিতে। এবার নতুন বছরের পয়লা দিনে ভক্তদের ভিড়ে মিশে গিয়ে উদযাপনে মেতে উঠতে দেখা গেল রণবীর-দীপিকাকে। যদিও তারকাদম্পতি নিজেরা কোনও ছবি শেয়ার করেননি, তবে ভক্তদের সুবাদে তাঁদের বর্ষবরণের নানা মুহূর্ত এখন নেটভুবনে চর্চার শিরোনামে।

সদ্য ভাইরাল হওয়া এক পোস্টে দেখা গেল, বৃহস্পতিবার বছরের প্রথম দিনে একঝাঁক অনুরাগী নিউ ইয়র্কের রাস্তায় ছেঁকে ধরেন রণবীর-দীপিকাকে। একে আন্তর্জাতিক বক্স অফিসে 'ধুরন্ধর' ঝড়, উপরন্তু দীর্ঘদিন বাদে সুপারস্টার দম্পতির এমন খুল্লমখুল্লা দর্শন পাওয়া ভাগ্যের বিষয়। তাই রণবীর-দীপিকাকে দেখেই ঘিরে ধরেন সেখানকার অনুরাগীরা। শুধু তাই নয়, ছবি তোলার আবদারও জানান। তবে অনুরাগীদের ফিরিয়ে দেননি তাঁরা। বরং স্টার-সুলভ হাবভাব সরিয়ে ভিড়ে মিশে গিয়ে হাসিমুখেই সকলের সঙ্গে সেলফি তোলেন। সেখানেই দেখা গেল একফ্রেমে মহিলা ভক্ত বেষ্টিত রণবীর সিংকে। যদিও সেই ফ্রেমে দীপিকাকে দেখা যায়নি, তবে আরেকটি ছবিতে অভিনেত্রীকে দেখা গেল ধৈর্য ধরে ভক্তদের সঙ্গে ছবি তুলতে। আর সেসব ছবিই এখন 'ধুরন্ধর' আবহে ভাইরাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পঁচিশ সালের বক্স অফিসের 'ফার্স্ট বয়'কে এখন ততোধিক চর্চা নেটভুবনজুড়ে।
  • এবার নিউ ইয়র্কে বর্ষবরণের ছুটি কাটাতে গিয়ে খ্যাতির বিড়ম্বনায় পড়তে হল রণবীর সিংকে!
Advertisement