শম্পালী মৌলিক: ২০২৫ সালে তাঁদের পুনর্মিলন নস্ট্যালজিয়া উসকে দিয়েছিল। দশ বছর পরে তাঁরা আবার কাছাকাছি হলেন। তবে বক্স অফিসে সিনেমার দৌড় শুরু হতেই 'ধূমকেতু'র মতো দেব-শুভশ্রীর সমীকরণ বদলানোর সাক্ষী হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি থেকে অনুরাগীমহল। কখনও সাক্ষাৎকারে একে-অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শোনা গিয়েছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে তো কখনও বা আবার 'ধূমকেতু'র সাফল্য উদযাপনে নায়িকার অনুপস্থিতি নিয়ে জোর চর্চা হয়েছে! এমন আবহে দেব-শুভশ্রী জুটিকে ফিরে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই। তবে নতুন বছরের শুক্রবার, টলিউডে জব্বর খবর!
বিতর্ক, মান-অভিমান সরিয়ে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী। 'ধূমকেতু'র মন কষাকষির পর অনেকেই ধরে নিয়েছিলেন, 'দেশু' জুটির ম্যাজিক হয়তো আর সিনেপর্দায় দেখা যাবে না। যদিও দেব-শুভশ্রী, একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভবিষ্যতে প্রয়োজনে জুটি বাঁধতে পারেন তাঁরা। তা শুনে অনুরাগীরাও আশায় বুক বেঁধেছিলেন। এবার অপেক্ষার অবসান। ছাব্বিশ সালের পুজোতেই বড়পর্দায় ফের আছড়ে পড়বে 'দেশু' ম্যাজিক। পরমব্রত চট্টোপাধ্যায়ের পুত্র নিষাদের অন্নপ্রাশনে তাঁদের কথা বলতে দেখা গিয়েছিল। একবার নয়, দু'বার।
জানা গেল, প্রেম-রোম্যান্স, অ্যাকশনে জমবে দেব-শুভশ্রীর পুজোর সিনেমা। যদিও সিনেমার নাম ঘোষণা করা হয়নি। তবে কানাঘুষো, এই ছবি 'খাদান' সিক্যুয়েলও হতে পারে! কারণ চলতিবারের পুজোয় দেব 'খাদান ২' নিয়ে আসার কথা জানিয়েছিলেন। এই নিয়ে সপ্তমবার জুটি বাঁধবেন দেব-শুভশ্রী। আর সেই ছবি যদি পুজো রিলিজ হয় তাহলে যে আবারও বক্স অফিস সুনামি হবে, তা বলাই বাহুল্য।
বিগত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দেব-শুভশ্রী জুটি। তবে এখনও পর্যন্ত তাঁদের শেষ ছবি ‘ধূমকেতু’। মাঝে দীর্ঘ সময় পেরলেও টলিউডের এই প্রাক্তন জুটিকে পর্দার দেখার জন্য সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি! অনুরাগীদের আবদার মেনে ফের একবার ক্যামেরার সামনে কাছাকাছি আসছেন দেব-শুভশ্রী।
