shono
Advertisement
Mon Maaney Na Teaser

ভালোবাসা ফুলটাইম না ফ্রিল্যান্স? 'মন মানে না'র ঝলকে বোঝালেন হিয়া, ঋত্বিক, সৌম্যরা

প্রেমে পড়া কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক?
Published By: Sandipta BhanjaPosted: 01:36 PM Jan 02, 2026Updated: 05:16 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেন জি-এর কাছে ভালোবাসার সংজ্ঞাটা ঠিক কীরকম? প্রেম-পিরিত কি আদৌ মনের টান নাকি মুন্না ভাইয়ের সংলাপ ধার করে বলতে হলে, শুধু 'কেমিক্যাল লোচা'? নতুন বছরের দ্বিতীয় দিনেই 'মন মানে না'র ঝলক প্রকাশ্যে এনে বুঝিয়ে দিলেন হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়রা।

Advertisement

টিজারের শুরুতেই সতর্কীকরণ, 'প্রেমে পড়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক'। সেটা কীরকম? টিজার এগনোর সঙ্গেই মিলল ইঙ্গিত। পাহাড়ের কোলে তিন কনভেন্ট স্কুল পড়ুয়ার অদম্য ভালোবাসার গল্প বুনেছেন রাহুল মুখোপাধ্যায়। ত্রিকোণ সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি সিনেমা। প্রেম-বন্ধুত্ব, মান-অভিমান পেরিয়ে কে কার হবে? 'মন মানে না'র ঝলক সেই কৌতূহলই উসকে দিল। আর তার সঙ্গে পাঠ দিল, "কাউকে ভালোবাসলে, তা জানাতে বেশি দেরি করতে নেই। নইলে বড্ড বেশি দেরি হয়ে যায়।" টিজারেই পিতা-পুত্রী শাশ্বত এবং হিয়াকে দেখা গেল। আর বিশেষ চরিত্রে চমক রুক্মিণী মৈত্র।

পঁচিশ সালেই শোনা গিয়েছিল, রাহুল মুখোপাধ্যায়ের হাত ধরে লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় পা রাখছেন শাশ্বতকন্যা হিয়া চট্টোপাধ্যায়। বিপরীতে দুই নায়কের ভূমিকায় 'বন্দীশ ব্যান্ডিটস', 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার' খ্যাত ঋত্বিক ভৌমিক এবং টলিপাড়ার বর্তমান প্রজন্মের অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। সেসময়েই দুষ্টু-মিষ্টি এক প্রেমের আখ্যানের আভাস মিলেছিল। এবার টিজারে সেই ঝলকই তুলে ধরলেন পরিচালক রাহুল। গল্পটা কেমন?

'গুরু শাহরুখে'র জাবরা ফ্যান ঋত্বিক ভৌমিকের কাছে প্রেমটা যেমন সিনেম্যাটিক, অন্যদিকে হিয়ার কাছে প্রেম মানে আগলে রাখা। যত্ন নেওয়া। আদরে, ভালোবাসায় লালন করা। এই দুই বিপরীতমুখী মানুষের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ ঘটে সৌম্যর। সে জানে ভালোবেসে আগলে রাখতে। কিন্তু প্রথম প্রেমের ছোঁয়া, অনুভূতি ভোলা কি অতই সহজ? 'মন মানে না'র টিজারে সম্পর্কের সেই টানাপোড়েনের ঝলকই দেখালেন পরিচালক। কী হবে এই ত্রিকোণ প্রেমের পরিণতি? বাকিটা জানতে হলে প্রেম দিবসের আবহে প্রেক্ষাগৃহে ঢুঁ মারতে হবে। কারণ আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শাশ্বতকন্যা হিয়া চট্টোপাধ্যায়ের প্রথম সিনেমা 'মন মানে না'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরের দ্বিতীয় দিনেই 'মন মানে না'র ঝলক প্রকাশ্যে এনে বুঝিয়ে দিলেন হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়রা।
  • টিজারের শুরুতেই সতর্কীকরণ, 'প্রেম পড়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক'।
  • টিজারেই পিতা-পুত্রী শাশ্বত এবং হিয়াকে দেখা গেল। আর বিশেষ চরিত্রে চমক রুক্মিণী মৈত্র।
Advertisement