সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দুকরা যতই 'নেপোকিড' তকমা দিক, বলিউডের ময়দানে দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন আলিয়া ভাট। এমনকী হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন 'হার্ট অফ স্টোন' সিনেমার সুবাদে। কাপুর বাড়ির বউমার হাতে বর্তমানে একাধিক বিগ বাজেট সিনেমা। প্রেম, থ্রিলার থেকে রগরগে অ্যাকশন, সব ঘরানার ছবিতেই সমান সাবলীল নায়িকা। এবার খেলার মাঠে ঘাম ঝরাতে দেখা গেল আলিয়া ভাটকে (Alia Bhatt)। সেই ছবি ভাইরাল হতেই অনুরাগীদের কৌতূহল, তাহলে কি কোনও অ্যাথলিটের বায়োপিকের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী?
সদ্য বলিউডের 'গাঙ্গুবাই'কে দেখা গিয়েছে অ্যাথলিটের মেজাজে। পরনে স্পোর্টস টিশার্ট, শর্টস। হাতে ব়্যাকেট। পিকলবল খেলতে ব্যস্ত আলিয়া। হাসিমুখেই প্রতিদ্বন্দীকে নাস্তানাবুদ করে ছাড়ছেন অভিনেত্রী। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে আলিয়ার নতুন সিনেমা নিয়ে কৌতূহল অস্বাভাবিক নয়! ভবিষ্যতের পর্দায় সত্যিই কি কোনও অ্যাথলিটের ভূমিকায় ধরা দেবেন অভিনেত্রী? সেই উত্তর যদিও অধরা তবে এদিন রণবীর এবং রাহার সঙ্গে তাঁকে কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায় পিকলবল কোর্টে। সদ্য সপরিবারে থাইল্যান্ডে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তাঁরা। বর্তমানে 'আলফা' এবং বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমা নিয়ে ব্যস্ত আলিয়া ভাট। তার ফাঁকেই 'সুপারমম' আলিয়াকে দেখা গেল পিকলবল কোর্টে স্বামী-সন্তানের সঙ্গে খুনসুঁটিতে মাততে। সেখানেও মিষ্টি রাহা নজর কেড়েছে।
করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তাঁর হাতে। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদুনিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত। ‘কাপুর বাড়ির বউমা’ বর্তমানে গ্লোবাল স্টার। শুধু অভিনেত্রী হিসেবে নন, বরং প্রযোজক হিসেবে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। সিংহভাগ প্রযোজকরা যখন বক্স অফিসের নম্বর নিয়ে মাথা ঘামান কিংবা বক্স অফিসের ইঁদুর দৌড়ে শামিল হন, তখন আলিয়া ভাট কিন্তু চিরাচরিত পথে হাঁটেন না। বরং প্রযোজক হিসেবে কনটেন্টকেই রাজার সিংহাসনে বসান আলিয়া।