সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। পূর্ব ঘোষণা মতো চলতি মাসেই শিলান্যাস হতে চলেছে নিউটাউনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত দুর্গাঙ্গনের। আগামী ২৯ ডিসেম্বর নিউটাউনে এই দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই শুরু হয়ে যাবে দুর্গাঙ্গন তৈরির কাজ।
বছর তিন আগে দুর্গাপুজো ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ তকমা পাওয়ার পর চলতি বছরের ২১ জুলাই শহিদ দিবসে ধর্মতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নিউটাউনে দুর্গাঙ্গন তৈরি হবে। সেইমতো কাজও শুরু হয়ে যায়। চলতি বছরের মধ্যেই দুর্গাঙ্গন তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর গত ২ ডিসেম্বর মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, চলতি মাসেই ভিতপুজো হবে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও জানিয়েছেন, ডিসেম্বরে ভিতপুজো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর সময়মতো দিন স্থির করে পুজো হবে। তারপরই শুরু হবে দুর্গাঙ্গন তৈরির কাজ। অবশেষে জানা গেল, এই শিলান্যাস ও ভিতপুজো হতে চলেছে আগামী সোমবার অর্থাৎ ২৯ ডিসেম্বর। নিউটাউনে হিডকোর তত্ববধানে তৈরি হবে দুর্গাঙ্গন। এর জন্য ধার্য করা হয়েছে প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা।
উল্লেখ্য, চলতি বছরে দিঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। কয়েকমাসের মধ্যে তা দারুণ জনপ্রিয়ও হয়েছে। বেড়েছে আয়। উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এবার দুর্গাঙ্গন তৈরির কাজ কম সময়ের মধ্যে অনেকটা এগিয়ে গেল। গত আগস্টে দুর্গাঙ্গনের দরপত্র বা টেন্ডার আহ্বান করে হিডকো। জানানো হয়, টেন্ডার শেষে কাজ শুরুর পর ২ বছরের মধ্যে দুর্গাঙ্গন তৈরির কাজ শেষ করতে হবে। ফলে সব ঠিক থাকলে ২০২৭ সালে নিউটাউনে দুর্গাঙ্গন তৈরি হয়ে যাবে।
