shono
Advertisement
Arijit Singh

'একটা যুগের অবসান', অরিজিৎ প্লেব্যাক ছাড়ায় মনখারাপ দেব-বাদশার, 'ভালো কিছু'র অপেক্ষায় জিৎ

এদিন নিজের নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে অরিজিৎ তাঁর এই অব্যাহতি সংক্রান্ত পোস্ট করার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিনোদন ও সঙ্গীতজগতের একাধিক ব্যক্তিত্ব।
Published By: Arani BhattacharyaPosted: 02:55 PM Jan 28, 2026Updated: 04:23 PM Jan 28, 2026

মঙ্গলবাসরীয় সন্ধ্যায় প্লেব্যাক জগৎকে 'আলবিদা' জানিয়েছেন অরিজিৎ সিং। প্রিয় গায়কের এমন সিদ্ধান্ত ঘোষণার পর রীতিমতো মন খারাপের ছায়া আমজনতা থেকে শুরু করে টলিউড ও বলিউডে। কেউই মেনে নিতে পারছেন না তাঁর এই সিদ্ধান্ত। অরিজিতের এই প্লেব্যাক থেকে অব্যাহতির খবর শোনার পর তা বিশ্বাস করতেও বেশ খানিকটা সময় নিয়েছে বলা যায় আসমুদ্রহিমাচল। অরিজিতের এই সিদ্ধান্ত ঘোষণার পর মনখারাপ টলিউড থেকে বলিউডেরও। 

Advertisement

এদিন নিজের নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে অরিজিৎ তাঁর এই অব্যাহতি সংক্রান্ত পোস্ট করার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিনোদন ও সঙ্গীতজগতের একাধিক ব্যক্তিত্ব। প্রতিক্রিয়া জানিয়ে র‍্যাপার বাদশা লেখেন, 'সাদিয়ো মে এক', অর্থাৎ একশো বছরে এই প্রথম। গায়ক-কম্পোজার অমল মালিক জানান, 'এটা শোনার পর আমি একেবারেই বিশ্বাস করতে পারছি না। এটা বিশ্বাস করতে আমার কিছুটা সময় লাগবে। তবে এই সিদ্ধান্ত যখন আপনি নিয়েছেন তখন নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই নিয়েছ। আমি তোমার এই সিদ্ধান্তকে সম্মান করি। আমি শুধু এটুকুই জানি যে, আমি অরিজিৎ সিংয়ের একজন ভক্ত ছিলাম, আছি এবং থাকব।' অরিজিতের ওই পোস্টে আবেগপ্রবণ হয়ে কমেন্ট করেছেন মহেন্দ্র সিং ধোনিও। লিখেছেন, 'একটা যুগের অবসান হল। আপনার সুরেলা কণ্ঠস্বর চিরকাল আমাদের মনে গেঁথে থাকবে। এতকাল আমাদের এত সুন্দর গান, এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কিংবদন্তি।'

প্লেব্যাককে অরিজিৎ 'আলবিদা' জানানোর পর সংবাদমাধ্যমে সঙ্গীতপরচালক জিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'সত্যিই খুব মিস করব ওকে। ও আমার খুব প্রিয় একজন শিল্পী। কিন্তু একজন শিল্পীর নিজস্ব মতামত থাকে। আমি সেই সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে তো প্লেব্যাক ছাড়াও নানা ঘরানার গান গাওয়ার মতো বিষয়ও রয়েছে। অরিজিতের যদি মনে হয় প্লেব্যাক থেকে সরে এসে ও নন ফিল্ম গান গাইবে তাহলে তা করতেই পারে।' প্রতিক্রিয়া জানিয়েছেন দেবও। তাঁর বহু ছবিতে বহু গান গেয়েছেন অরিজিৎ। মনখারাপ সুপারস্টারেরও। দেব বলেছেন, 'অরিজিৎ তোমাকে ভীষণ মিস করব।'

ছবি: সোশাল মিডিয়া

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় সকলকে রীতিমতো চমকে দিয়ে অরিজিৎ তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে ঘোষণা করেন যে, তিনি প্লেব্যাকের দুনিয়াকে বিদায় জানাচ্ছেন। তাঁর এই ঘোষণার পর যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে বিনোদুনিয়া থেকে তাঁর ভক্তকুলের। সকলকে ধন্যবাদ জানিয়ে অরিজিৎ ওই পোস্টে লেখেন, 'আপনাদের সকলকে ধন্যবাদ। ঈশ্বর আমার প্রতি সদয় ছিলেন। তবে প্লেব্যাক বন্ধ করলেও গান নতুন নতুন গান তৈরি করা আমি ছাড়ব না।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement