shono
Advertisement
Amitabh Bachchan

ফের রামমন্দিরের কাছে জমি কিনলেন অমিতাভ, অবসরের প্ল্যান পাকা? অযোধ্যাতেই থাকবেন!

রামমন্দিরের অনতিদূরেই ফের জমি কিনলেন অমিতাভ বচ্চন।
Published By: Sandipta BhanjaPosted: 06:05 PM Mar 12, 2025Updated: 06:05 PM Mar 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ সালের গোড়াতেই অযোধ্যাতে সুবিস্তৃত জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। রামলালার জন্য গড়িয়ে দিয়েছেন সোনার হারও। এবার ফের রামনগরীতে নতুন জমি কিনে চর্চার শিরোনামে বিগ বি।

Advertisement

জানা গিয়েছে, রামমন্দির থেকে মাত্র দশ কিলোমিটার দূরে সাড়ে ৪ কোটি টাকা দিয়ে ৫৪,৪৫৪ বর্গফুটের এক বিশাল জমি কিনেছেন অমিতাভ বচ্চন। যে মাটিতে তাঁর স্বর্গীয় পিতা তথা স্বনামধন্য কবি হরিবংশ রাই বচ্চনের নামে মেমোরিয়াল ট্রাস্ট তৈরির পরিকল্পনা রয়েছে বিগ বি'র। অমিতাভ যদিও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি, তবে অযোধ্যার জমি সংক্রান্ত দপ্তরের এক আধিকারিক প্রতাপ সিং সংশ্লিষ্ট খবরে সিলমোহর বসিয়েছেন। প্রসঙ্গত, রামমন্দির উদ্বোধনের আগেও অযোধ্যায় (Ayodhya) 'হাভেলি অবধে' জমি কিনেছিলেন বিগ বি। সেটিও রামমন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে। জানা গিয়েছে, এই জমিটি শুধুমাত্রই বসবাসের জন্য।

ছবি : এক্স হ্যান্ডেল

গতবছর রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে সশরীরে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। তারকাদের ভিড়ে একমাত্র বিগ বি'র সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুশলমঙ্গল বিনিময় করতে দেখা গিয়েছিল। এবার রামলালার টানে অযোধ্যানগরীতে নতুন জমি কিনলেন বলিউড শাহেনশা। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর, অনুরাগীদের কৌতূহল, তাহলে কি বিগ বি'র অবসরের প্ল্যান পাকা? ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে পাকাপাকিভাবে রামনগরীতেই বাস করতে চলেছেন তিনি? এসব প্রশ্নের উত্তর যদিও সময়ের গর্ভে।

গতবছর অযোধ্যা মন্দির থেকে ফিরে এসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অমিতাভ বচ্চন। রামেবিভোর বচ্চন তাঁর এক্স হ্যান্ডেলেও লিখেছিলেন, 'সময় খুবই শক্তিশালী।' কোন প্রেক্ষিতে তিনি একথা লিখেছিলেন? সেটা উল্লেখ করেননি ঠিকই, তবে অনুরাগীদের মতে, রামমন্দিরের প্রতিষ্ঠা নিয়েই এমন মন্তব্য করেছেন অমিতাভ। কারণ, দীর্ঘ অপেক্ষার পর অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হয়েছে। বহু আইনি লড়াই, রাজনৈতিক বাকবিতণ্ডা, প্রতিবাদ-প্রতিরোধ সব পেরিয়ে চব্বিশ সালের ২২ জানুয়ারি রামজন্মভূমিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। সেই প্রেক্ষিতেই সম্ভবত 'সময়ের গুরুত্বে'র কথা উল্লেখ করেছিলেন শাহেনশা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রামমন্দির থেকে মাত্র দশ কিলোমিটার দূরে সাড়ে ৪ কোটি টাকা দিয়ে ৫৪,৪৫৪ বর্গফুটের এক বিশাল জমি কিনেছেন অমিতাভ বচ্চন।
  • যে মাটিতে তাঁর স্বর্গীয় পিতা তথা স্বনামধন্য কবি হরিবংশ রাই বচ্চনের নামে মেমোরিয়াল ট্রাস্ট তৈরির পরিকল্পনা রয়েছে বিগ বি'র।
  • চব্বিশ সালের গোড়াতেই অযোধ্যাতে সুবিস্তৃত জমি কিনেছিলেন অমিতাভ।
Advertisement